ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

ফুটবল

নির্বাচনের ফলাফল মেনে নেওয়ার আশ্বাস মানিকের

স্টাফ করেসপন্ডেন্ট, স্পোর্টস | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৪৫ ঘণ্টা, অক্টোবর ৩, ২০২০
নির্বাচনের ফলাফল মেনে নেওয়ার আশ্বাস মানিকের সাবেক ফুটবলার শফিকুল ইসলাম মানিক/ছবি: শোয়েব মিথুন

শনিবার (০৩ অক্টোবর) বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) নির্বাচন। এই নির্বাচনে বাফুফের বর্তমান সভাপতি কাজী সালাউদ্দিনের প্রধান প্রতিদ্বন্দ্বী সাবেক ফুটবলার শফিকুল ইসলাম মানিক।

নির্বাচন সুষ্ঠু হবে বলে আশা প্রকাশ করেন তিনি। নির্বাচন শুরুর আগে তিনি জানিয়েছেন, ফলাফল যাই হোক না কেন মেনে নেবেন।  

শনিবার রাজধানীর পাঁচতারকা হোটেল প্যান প্যাসিফিক সোনারগাঁওয়ে সাংবাদিকদের এ কথা জানান তিনি। এসময় তিনি সভাপতি নির্বাচনে জয়ের ব্যাপারে আশাবাদ ব্যক্ত করেন।  

মানিক বলেন, ‘আমি যে প্রত্যাশা করছি ফল প্রত্যাশিত হবে। তারপর যদি না হয় সেটা অবশ্যই কাউন্সিলররা রয়েছেন, সেটার ব্যাপারে জবাবদিহিতা রয়েছে। তবে আমার বিশ্বাস যে, আমি একজন স্পোর্টসম্যান, আমি একজন কোচ, দিন শেষে আমাকে তো মেনে নিতেই হয় সব। পরের দিনের জন্য অপেক্ষা করতে হয়। সেটাই করবো। তবে প্রশ্ন থেকে যাবে নির্বাচনটা কতটুকু সুষ্ঠু হলো। সেটা দেখার অপেক্ষায় রয়েছি। কারণ, নির্বাচন কমিশন জানিয়েছে তারা নির্বাচনটি সুষ্ঠুভাবে পরিচালনা করবেন। তারা সেটা যদি করতে পারেন, তাহলে আমার কোনো আপিত্ত থাকার কথা নয়। '

বাফুফে নির্বাচনের ভোট গ্রহণ দুপুর ২টা থেকে শুরু হয়েছে। সন্ধ্যা ৬টা পর্যন্ত চলবে এই আনুষ্ঠানিকতা।

বাংলাদেশ সময়: ১৪৪৫ ঘণ্টা, অক্টোবর ০৩, ২০২০
আরএআর/এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।