ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

ফুটবল

বিশ্বকাপজয়ী ফ্রান্সকে প্রতিশোধ নিতে দিল না রোনালদোরা

স্পোর্টস ডেস্ক  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৩৭ ঘণ্টা, অক্টোবর ১২, ২০২০
বিশ্বকাপজয়ী ফ্রান্সকে প্রতিশোধ নিতে দিল না রোনালদোরা বল দখলের লড়াই রোনালদো-পগবা

সুযোগ পেয়েও পর্তুগালের বিপক্ষে প্রতিশোধ নিতে পারলো না ফ্রান্স। ঘরের মাঠে নেশনস লিগে ক্রিস্টিয়ানো রোনালদোর বিপক্ষে গোলশূন্য ড্র করেছে গত বছরের বিশ্বকাপজয়ীরা।

 

স্তাদে দে ফ্রান্সে ২০১৬ সালে ফরাসিদের ১-০ ব্যবধানে হারিয়ে ইউরো চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতে পর্তুগিজরা। নিজেদের মাঠে সেই স্বপ্ন ভঙের পর ২০১৯ সালে রাশিয়ায় বিশ্বকাপ উঁচিয়ে ধরে ফ্রান্স।  

এবার চার বছর পর একই ভেন্যুতে তাদের হাতে সুযোগ  এসেছিল পর্তুগিজদের বিপক্ষে ইউরো কাপ হারের প্রতিশোধ নেওয়ার। কিন্তু প্যারিসের ম্যাচটিতে কেউ কাউকে ছাড় দেয়নি এক বিন্দুও।  

সেবার ইউরো কাপে চোট পাওয়ায় পুরো ম্যাচ খেলতে পারেননি রোনালদো। সিআর সেভেনকে মাঠ ছাড়তে হয়েছিল কান্নাভেজা চোখে। তবে সেই জল মুছে তিনিও মেতে ওঠেছিলেন প্রথমবারের মতো দেশকে ইউরোপ সেরার মুকুট পরানোর আনন্দে। এবার তিনি খেললেন পুরো ম্যাচ। কিন্তু গত ম্যাচে আন্তর্জাতিক ক্যারিয়ারে ১০১ গোল করা ৩৫ বছর বয়সী জুভেন্টাস ফরোয়ার্ডকেে গোলের কোনো সুযোগ দেয়নি ফ্রান্সের রক্ষণভাগ।  

অন্যদিকে গত বিশ্বকাপে নজরকাড়া কিলিয়ান এমবাপ্পেকেও বন্দী করে রেখেছিল পর্তুগালের ডিফেন্ডাররা। পিএসজি তারকা বেশ কয়েকটি সুযোগ হাতছাড়া করেছেন। তবে পুরো ম্যাচে দুর্দান্ত কয়েকটি সেভ দিয়েছেন পর্তুগিজদের উলভস গোলরক্ষক রুই প্যাট্রিসিও।

করোনার কারণে পুরো স্টেডিয়াম ছিল খালি। ফ্রান্সের মাত্র এক হাজার দর্শক ম্যাচটি দেখার  সুযোগ পেয়েছিলেন। নেশনস লিগের লিগ এ’র তিন নাম্বার গ্রুপে সমান তিন ম্যাচ খেলে দু’দলই অর্জন করেছে ৭ পয়েন্ট। তবে গোল ব্যবধানে এগিয়ে থাকায় শীর্ষে পর্তুগাল।

বাংলাদেশ সময়: ০৯৩৭ ঘণ্টা, অক্টোবর ১২, ২০২০
ইউবি 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।