ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

ফুটবল

ইব্রার জোড়া গোলে ইন্টারকে হারিয়ে শীর্ষে রইল এসি মিলান

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৪৭ ঘণ্টা, অক্টোবর ১৮, ২০২০
ইব্রার জোড়া গোলে ইন্টারকে হারিয়ে শীর্ষে রইল এসি মিলান

বয়স তার ৩৯, কিন্তু মাঠের খেলায় তেমন কোনো ছাপই নেই। বরং দিন দিন যেন আরও আক্রমণাত্মক হচ্ছেন জ্লাতান ইব্রাহিমোভিচ।

ইতালিয়ান সিরি’আর লিগে তারই জোড়া গোলে ডার্বিতে ইন্টার মিলানকে ২-১ গোলে হারাল এসি মিলান।

শনিবার সান সিরোতে তিন মিনিটের ব্যবধানে জোড়া গোল করেন ইব্রা। সুইডেন জাতীয় দলের সাবেক এই তারকা ফুটবলার ১৩ ও ১৬ মিনিটে গোল দুটি করেন। খেলার ২৯ মিনিটে রোমেলু লুকাকু একটি গোল শোধ দিলেও শেষ পর্যন্ত হার নিয়েই মাঠ ছাড়তে হয় অ্যান্তোনিও কোন্তের দলকে।

লিগে এখন পর্যন্ত ৪ ম্যাচের সবকটি জিতে শীর্ষেই অবস্থান করছে এক সময়ের প্রতাপশালী দল এসি মিলান। যেখানে স্তেফানো পিওলির শিষ্যরা সব প্রতিযোগিতা মিলিয়ে টানা ২০ ম্যাচে অপরাজিত রইল। গত মৌসুমে শেষ ১২ ম্যাচের ৯টিতে জয় ও তিনটিতে ড্র করেছিল দলটি।

৪ ম্যাচ জেতা মিলান ১২ পয়েন্ট নিয়ে সবার ওপরে। ৯ পয়েন্টে দ্বিতীয়স্থানে আতালান্তা। নাপোলি ও জুভেন্টাস সমান ৮ পয়েন্ট করে পেলেও গোল ব্যবধানে এগিয়ে তৃতীয়স্থানের নাপোলি।

বাংলাদেশ সময়: ১২৪৭ ঘণ্টা, অক্টোবর ১৮, ২০২০
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।