ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

ফুটবল

স্টেডিয়ামে বসেই দেখতে পারবেন বাংলাদেশ-নেপাল ম্যাচ

স্টাফ করেসপন্ডেন্ট, স্পোর্টস | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১২৪ ঘণ্টা, নভেম্বর ১২, ২০২০
স্টেডিয়ামে বসেই দেখতে পারবেন বাংলাদেশ-নেপাল ম্যাচ নেপালের বিপক্ষে মাঠে নামার প্রস্তুতি নিচ্ছে বাংলাদেশ দল/ছবি: শোয়েব মিথুন

নেপালের বিপক্ষে ম্যাচ দিয়ে করোনার দীর্ঘ বিরতির পর শুক্রবার (১৩ নভেম্বর) মাঠে নামবে বাংলাদেশ। তবে সবচেয়ে ভালো খবর হলো করোনার এই সময়েও এই ম্যাচ দর্শকরা মাঠে বসে উপভোগ করতে পারবেন।

তবে দর্শকদের জন্য কিছু নিয়ম বেঁধে দিয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) সাংবাদিকদের এ কথা জানিয়েছেন ন্যাশনাল টিমস কমিটির চেয়ারম্যান কাজী নাবিল আহমেদ। ফিফা ও এএফসির গাইডলাইন এবং স্বাস্থ্যবিধি মেনেই দর্শকদের স্টেডিয়ামে প্রবেশ করতে হবে বলে জানিয়েছেন তিনি। এই ম্যাচের জন্য ৮ হাজার টিকিট ছাড়বে বাফুফে। ভিআইপি গ্যালারির টিকিটের মূল্য নির্ধারণ করা হয়েছে ৫০০ টাকা এবং সাধারণ গ্যালারির টিকিটের মূল্য ১০০ টাকা।

কাজী নাবিল বলেন, 'দর্শকদেরকে মাস্ক পরে মাঠে আসতে হবে। গ্যালারিতে প্রবেশের আগে তাদের হ্যান্ড স্যানিটাইজার দেওয়া হবে। গ্যালারিতে ফিফা ও এএফসির নির্দেশনা মেনে বসার জায়গা আমরা মার্কিং করে রেখেছি, দুরত্ব মেনে তাদেরকে সেখানেই বসতে হবে। কেউ, এমনকি বাফুফের কোনো অফিসিয়ালও হুট করে মাঠে প্রবেশ করতে পারবে না। '

তিনি আরও বলেন, 'এই সময়ে ম্যাচ আয়োজন এবং দর্শক ফেরানো চ্যালেঞ্জিং। তবে আমরা নিয়ম মেনে সবকিছু আয়োজন করছি। ফুটবলপ্রেমীদের প্রতি অনুরোধ থাকবে তারা যেন নিয়মটা মানে। প্রয়োজনীয় সব পদক্ষেপ আমরা নেব কিন্তু সেগুলো বাস্তবায়নে দর্শকদের সহযোগিতা চাই আমরা। '

বাংলাদেশ সময়: ২০২৩ ঘণ্টা, নভেম্বর ১২, ২০২০
আরএআর/এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।