ঢাকা, রবিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

ফুটবল

কিয়েভকে উড়িয়ে নকআউট পর্বে মেসিবিহীন বার্সা

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৩৯ ঘণ্টা, নভেম্বর ২৫, ২০২০
কিয়েভকে উড়িয়ে নকআউট পর্বে মেসিবিহীন বার্সা গোল করছেন দেস্ত

ইউক্রেনের ক্লাব ডায়নামো কিয়েভের বিপক্ষে দলের প্রাণভোমরা লিওনেল মেসি ও তরুণ মিডফিল্ডার ফ্রাঙ্কি ডি ইয়ংকে বিশ্রামে রেখেছিলেন বার্সেলোনা কোচ রোনাল্ড কোম্যান। চোটের কারণে ছিলেন না অভিজ্ঞ ডিফেন্ডার জেরার্ড পিকেও।

 

তবে তাতেও দাপুটে জয় পেতে অসুবিধা হয়নি কাতালান জায়ান্টদের। লা লিগায় অ্যাতলেটিকো মাদ্রিদের বিপক্ষে হারের ক্ষত মুছে কিয়েভের মাঠে ৪-০ গোলের জয় নিয়ে দুই ম্যাচ হাতে রেখে ‘জি’ গ্রুপ থেকে চ্যাম্পিয়নস লিগের নকআউট পর্ব নিশ্চিত করেছে বার্সা।  

ম্যচের প্রথমার্ধটা গোলের দেখা না পেলেও বিরতির পর ভয়ঙ্কর হয়ে ওঠে বার্সা। ৫২তম মিনিটে সের্জিনো দেস্তের গোলে শুরু। এরপর মার্টিন ব্রাথওয়েটের জোড়া গোল। ড্যানিশ ফরোয়ার্ড প্রথম গোলটি করেন ৫৭তম মিনিটে। এরপর ৭০তম মিনিটে পেনাল্টি থেকে নিজের দ্বিতীয় গোলটি করেন। অতিরিক্ত সময়ের দ্বিতীয় মিনিটে কিয়েভের কফিনে শেষ পেরেকটি ঠুকে দেন আঁতোয়া গ্রিজম্যান।

গ্রুপ পর্বে ১০০ শতাংশ জয় নিয়ে শেষ ষোল নিশ্চিত করা বার্সার পয়েন্ট ৪ ম্যাচে ১২।  

বাংলাদেশ সময়: ০৯৩৯ ঘণ্টা, নভেম্বর ২৫, ২০২০
ইউবি 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।