ঢাকা, সোমবার, ৪ জ্যৈষ্ঠ ১৪৩২, ১৯ মে ২০২৫, ২১ জিলকদ ১৪৪৬

ফুটবল

জয়ে ফিরল ম্যানসিটি, আর্সেনালকে হারাল এভারটন

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০:৫১, ডিসেম্বর ২০, ২০২০
জয়ে ফিরল ম্যানসিটি, আর্সেনালকে হারাল এভারটন

ইংলিশ প্রিমিয়ার লিগে সাউদাম্পটনকে ১-০ গোলে হারিয়ে দুই ম্যাচ পর জয়ে ফিরেছে ম্যানচেস্টার সিটি। তবে অপর ম্যাচে আর্সেনালকে ২-১ গোলে হারিয়েছে এভারটন।

শনিবার প্রতিপক্ষের মাঠে ম্যাচের ১৬তম মিনিটে রাহিম স্টারর্লিংয়ের একমাত্র গোলে জয় নিয়ে মাঠ ছাড়ে পেপ গার্দিওলার শিষ্যরা।

অন্যদিকে এভারটনের মাঠে গিয়ে ২২তম মিনিটে রব হোল্ডিংয়ের আত্মঘাতী গোলে পিছিয়ে পড়ে আর্সেনাল। তবে ৩৫তম মিনিটে পেনাল্টি থেকে সমতায় ফেরে গানাররা। কিন্তু প্রথমার্ধের শেষ মিনিটে ইয়েরি মিনার গোলে জয় নিয়ে মাঠ ছাড়ে কার্লো আনচেলত্তির শিষ্যরা।

১৪ ম্যাচে আট জয় ও দুই ড্রয়ে ২৬ পয়েন্ট নিয়ে দুইয়ে উঠে এসেছে এভারটন । ১৪ পয়েন্ট নিয়ে ১৫তম স্থানে আছে আর্সেনাল। ম্যানচেস্টার সিটি ১৩ ম্যাচে ২৩ পয়েন্ট নিয়ে ষষ্ঠ স্থানে আছে। লিভারপুল ১৪ ম্যাচে ৩১ পয়েন্ট নিয়ে শীর্ষে। এক ম্যাচ কম খেলে ২৫ পয়েন্ট নিয়ে তিনে আছে টটেনহ্যাম হটস্পার।

বাংলাদেশ সময়: ১০৪৮ ঘণ্টা, ডিসেম্বর ২০, ২০২০
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।