ঢাকা, রবিবার, ১৫ বৈশাখ ১৪৩১, ২৮ এপ্রিল ২০২৪, ১৮ শাওয়াল ১৪৪৫

ফুটবল

ম্যারাডোনার শরীরে অ্যালকোহল পাওয়া যায়নি

স্পোর্টস ডেস্ক  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১০৪ ঘণ্টা, ডিসেম্বর ২৩, ২০২০
ম্যারাডোনার শরীরে অ্যালকোহল পাওয়া যায়নি

দিয়েগো ম্যারাডোনার মৃত্যুর আগে চিকিৎসাধীন অবস্থায় তার শরীরে কোনো ধরনের অ্যালকোহল বা অবৈধ মাদক প্রয়োগ করা হয়নি বলে তদন্ত শেষে জানানো হয়েছে। স্প্যানিশ গণমাধ্যম মার্কা এই খবর প্রকাশ করেছে।

মঙ্গলবার প্রকাশ হওয়া টক্সিকোলোজি রিপোর্টে আরও বলা হয়, তার শরীরে এমন ধরনের ওষুধ পাওয়া গেছে যা তার শারীরিক ও মানসিক চিকিৎসার কাজে ব্যবহৃত হয়েছে।

এই তদন্তের মূল কর্মকর্তা অ্যাটর্নি জেনারেল সান ইসিদরো তার তদন্তে দেখেছেন, আর্জেন্টাইন ফুটবল ঈশ্বরের পুরো চিকিৎসাকাল জুড়ে কোনো অপব্যবহার হয়েছে কিনা।

ম্যারাডোনাকে প্রয়োগ করা ওষুধ হতাশা এবং খিঁচুনি ধরনের সমস্যার সমাধানের কাজে ব্যবহার করা হয়েছে। এছাড়া পেটের সমস্যার কারণেও এগুলো দেওয়া হয়েছিল।

এই রিপোর্টগুলো প্রমাণ করে ম্যারাডোনা কিডনি, লাং ও লিভারের জটিল সমস্যায় ভুগছিলেন।

এর আগে গত ২৫ নভেম্বর নিজ দেশের শহর বুয়েন্স এইরেসে চিকিৎসা অবস্থায় ৬০ বছর বয়সে মারা যান ৮৬’র বিশ্বকাপজয়ী ম্যারাডোনা।

বাংলাদেশ সময়: ২১০৩ ঘণ্টা, ডিসেম্বর ২৩, ২০২০
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।