ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

ফুটবল

মাঠে নামার আগে বড় দুঃসংবাদ পেল ম্যানসিটি

স্পোর্টস ডেস্ক  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৪৪ ঘণ্টা, ডিসেম্বর ২৬, ২০২০
মাঠে নামার আগে বড় দুঃসংবাদ পেল ম্যানসিটি জেসুস ও ওয়াকার

করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন ম্যানচেস্টার সিটি স্ট্রাইকার গ্যাব্রিয়েল জেসুস এবং ডিফেন্ডার কাইল ওয়াকার। প্রিমিয়ার লিগ ও সরকারী প্রটোকল অনুসারে এই দুই তারকাসহ দলের আরও দুই কর্মকর্তা আইসোলেশনে আছেন।

 

শনিবার (২৬ ডিসেম্বর) বক্সিং ডে’তে প্রিমিয়ার লিগে নিউক্যাসলের মুখোমুখি হবে সিটিজেনরা। করোনা আক্রান্ত হওয়ায় এই দুই তারকাকে স্কোয়াডে পাবেন না কোচ পেপ গার্দিওলা। এছাড়া দু’দিন পর এভারটন এবং ০৩ জানুয়ারি চেলসির বিপক্ষে ম্যাচেও জেসুস-ওয়াকারকে ছাড়া মাঠে নামতে হবে ম্যানসিটিকে।

হাঁটুতে চোট পাওয়া সার্জিও আগুয়েরোর বিকল্প হিসেবে জেসুসকে নিয়মিত দেখা গিয়েছিল মাঠে। তবে এবার উল্টোটা হতে পারে। জেসুসকে পাওয়া না গেলে আগুয়েরোর ওপরে ভরসা রাখবেন কোচ গার্দিওলা। আর্জেন্টাইন ফরোয়ার্ডকে মঙ্গলবার (২২ ডিসেম্বর) ১৬ মিনিটের জন্য দেখা গিয়েছিল মাঠে।

২৩ বছর বয়সী ব্রাজিলিয়ান ফরোয়ার্ড জেসুস এই মৌসুমে চার গোল করেছেন। এর আগে চোটের কারণে এক মাস মাঠের বাইরে ছিলেন তিনি। তবে ৩০ বছর বয়সী ওয়াকার মাঝমাঠে গার্দিওলার অন্যতম ভরসা। এই ইংলিশ রাইট-ব্যাক মে মাসে দু’বার করোনা ভাইরাস লকডাউন গাইডলাইন নিয়ম ভেঙে ক্ষমা চেয়েছিলেন।  

চলতি মৌসুমের প্রিমিয়ার লিগে চ্যাম্পিয়ন লিভারপুলের চেয়ে এখন পর্যন্ত ৮ পয়েন্ট পিছিয়ে আছে ম্যানসিটি।

বাংলাদেশ সময়: ০৯৪৪ ঘণ্টা, ডিসেম্বর ২৬, ২০২০
ইউবি 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।