ঢাকা, শুক্রবার, ১৮ পৌষ ১৪৩১, ০৩ জানুয়ারি ২০২৫, ০২ রজব ১৪৪৬

ফুটবল

ঘরের মাঠে লিভারপুলের হোঁচট

স্পোর্টস ডেস্ক  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৫০ ঘণ্টা, ডিসেম্বর ২৮, ২০২০
ঘরের মাঠে লিভারপুলের হোঁচট ফিরমিনোর শট

ক্রিস্টাল প্যালেসকে লজ্জাজনক হার উপহার দিয়ে খোশ মেজাজে বড়দিনের ছুটিতে গিয়েছিল লিভারপুল। তবে ফেরার প্রথম ম্যাচে নিজেদের মাঠ অ্যানফিল্ডে হোঁচট খেয়েছে অলরেডরা।

 

এগিয়ে থেকেও শেষ মুহুর্তের গোলে ওয়েস্ট ব্রমের বিপক্ষে ১-১ গোলে ড্র করেছে লিভারপুল। ১২তম মিনিটে হোয়েল মাতিপের গোলে এগিয়ে যায় ইউর্গেন ক্লপের দল। পুরো ম্যাচে আধিপত্য ছিল তাদের।  

কিন্তু শেষদিকে সব হিসেব-নিকেষ উল্টে দেন সেমি আজায়ি। তার ৮২তম মিনিটের গোলে নাটকীয় সমতা নিয়ে মাঠ ছাড়ে ওয়েস্ট ব্রম। অবশ্য শেষদিকে আবারও এগিয়ে যাওয়ার সুযোগ পেয়েছিল লিভারপুল। কিন্তু রবার্তো ফিরমিনোর শট দুর্দান্তভাবে রুখে দেন ওয়েস্ট ব্রম গোলরক্ষক জনস্টোন।  

লিগে ধুঁকতে থাকা ওয়েস্ট ব্রম ১৫ ম্যাচে ৮ পয়েন্ট নিয়ে আছে ১৯তম স্থানে। কোচ স্যাম অ্যালারিডস দায়িত্ব নেওয়ার পর এবারই প্রথম পয়েন্ট আদায় করতে পেরেছে দলটি। অন্যদিকে ৩২ পয়েন্ট নিয়ে শীর্ষে লিভারপুল। গত আসরের চ্যাম্পিয়নরা বছরের শেষ ম্যাচ খেলবে নিউক্যাসলের বিপক্ষে, ৩১ ডিসেম্বর রাতে।  

বাংলাদেশ সময়: ১০৫০ ঘণ্টা, ডিসেম্বর ২৮, ২০২০
ইউবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।