ঢাকা, মঙ্গলবার, ১ মাঘ ১৪৩১, ১৪ জানুয়ারি ২০২৫, ১৩ রজব ১৪৪৬

ফুটবল

যুক্তরাষ্ট্রের ফুটবলের অভিজ্ঞতা নিতে চান মেসি

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৫৫ ঘণ্টা, ডিসেম্বর ২৮, ২০২০
যুক্তরাষ্ট্রের ফুটবলের অভিজ্ঞতা নিতে চান মেসি

ক্যারিয়ারের কোনো একদিন যুক্তরাষ্ট্রের ফুটবল মেজর লিগ সকারে খেলার ইচ্ছে প্রকাশ করেছেন লিওনেল মেসি। তবে নিকট ভবিষ্যতেই এমনটা হচ্ছে না বলেও জানান বার্সেলোনা তারকা।

চলতি বছর শেষেই মেসির সঙ্গে বার্সার চুক্তির মেয়াদ শেষ হবে। আগামী ১ জানুয়ারির পরই তিনি ফ্রি ট্রান্সফারে কোথাও পাড়ি দিতে পারবেন। কিন্তু এই আর্জেন্টাইন আপাতত বর্তমান মৌসুমের বাইরে কোনো চিন্তা করছেন না।

এক সাক্ষাৎকারে মেসি বলেন, ‘আমি সবসময় বলেছি যুক্তরাষ্ট্রের লিগের অভিজ্ঞতা আমি নিতে চাই। তবে এটা এখনই নয়। ’

তিনি আরও বলেন, ‘মৌসুম কিভাবে শেষ হবে এটি নিয়ে আমি চিন্তা করছি না। আমি কি করতে যাচ্ছি এটা আজই বলাটা ঠিক হবে না, এমনকি আমি এই সম্পর্কে জানিও না। আমি জানি না, আমি কি ছেড়ে যাচ্ছি নাকি না। তবে আমি যদি চলে যাই সেরা পথ ধরেই যাবো। ’

‘বসবাসের জন্য আমি এই শহরেই ফিরে আসবো এবং এই ক্লাবের হয়ে কাজ করবো। বার্সেলোনা যেকোনো খেলোয়াড় থেকে অনেকই বড়। আমি আশাকরি যে এখানের প্রেসিডেন্ট হয়ে আসবেন, তিনি দলের ভালোর জন্যই কাজ করবেন। ’-যোগ করেন মেসি।

বাংলাদেশ সময়: ১৬৫৫ ঘণ্টা, ডিসেম্বর ২৮, ২০২০
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।