ঢাকা, শুক্রবার, ১৫ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

ফুটবল

নতুন বছরের পরিকল্পনার কথা জানালেন বাফুফে সভাপতি

স্টাফ করেসপন্ডেন্ট, স্পোর্টস  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৪০ ঘণ্টা, ডিসেম্বর ৩১, ২০২০
নতুন বছরের পরিকল্পনার কথা জানালেন বাফুফে সভাপতি

দেখতে দেখতে আরও একটি বছর শেষ হতে যাচ্ছে। আর মাত্র কয়েক ঘণ্টা পেরুলেই শুরু হবে নতুন বছর ২০২১।

আর এই নতুন বছরকে সামনে রেখে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) তাদের পরিকল্পনা তুলে ধরেছে।

বছরের শেষ দিন বৃহস্পতিবার (৩১ ডিসেম্বর) বাফুফে ভবনে আনুষ্ঠানিকভাবে সংবাদ সম্মেলনের মাধ্যমে আগামী বছরের বর্ষপঞ্জি তুলে ধরেন বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিন। ১ থেকে ১১ মার্চে অনুষ্ঠিত হবে বঙ্গবন্ধু গোল্ডকাপ। তবে  ২২ থেকে ২৩ মার্চ ফিফা প্রীতি ম্যাচ খেলার সম্ভবনা রয়েছে। ২৫ মার্চ আফগানিস্তানের বিশ্বকাপ ও এশিয়ান কাপের বাছাইয়ের ম্যাচ রয়েছে। মে-জুনে ওই সময়ের পরিকল্পনা বাছাইয়ের ফলের উপর নির্ভর অনেক কিছু নির্ভর করবে।

সালাউদ্দিন বলেন, 'বাছাইয়ে আমাদের এখনও তিনটা ম্যাচ আছে। ওই ম্যাচগুলোতে দল কোয়ালিফাই করলে পরিকল্পনা একরকম হবে। না করলে আরেকরকম হবে। হয়তো ওই ফিফা উইন্ডোতে প্রীতি ম্যাচ খেলা হবে। '

শেখ কামাল আন্তর্জাতিক ক্লাব কাপের জন্য সময় ধরা হয়েছে  ১৮ অক্টোবর থেকে ৩০ অক্টোবর। এই প্রতিযোগিতাটি আয়োজন করে থাকে চট্টগ্রাম আবাহনী। তবে এবার আয়োজন করা হবে কিনা সেটা এখনো নিশ্চিত করা হয়নি।

বাফুফে সভাপতি বলেন, 'আমরা এখনও কারো কাছ থেকে আয়োজনের ব্যাপারে প্রস্তাবনা পাইনি। চট্টগ্রাম আবাহনী এটা আয়োজন করে, কিন্তু এক বছর হয়, এরপর বিরতি পড়ে (২০১৮ সালে হয়নি), আবারও হয়। তারাও এখনও কিছু বলেনি। যদি তারা আয়োজন করতে চায়, তাহলে অবশ্যই বিবেচনা করা হবে। তবে বাফুফে বা যেই আয়োজক হোক না কেন, টুর্নামেন্ট হবে। '

প্রথম, দ্বিতীয় ও তৃতীয় বিভাগ ফুটবল লিগ একসঙ্গে শুরু পরিকল্পনা করছে ফেডারেশন। একই সঙ্গে তিনটি প্রতিযোগিতার আয়োজনের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে এবং সহযোগিতা করা হবে বলে জানান সালাউদ্দিন।

তিনি বলেন, 'দেখা যায় একই খেলোয়াড় তৃতীয়, দ্বিতীয় ও প্রথম বিভাগে খেলে। কিন্তু এগুলো একসঙ্গে আয়োজন করলে প্রতিটি দলকে অনেক খেলোয়াড় তুলে আনতে হবে। খেলোয়াড় আনা তাদের দায়িত্ব। এর বাইরে যে লজিস্টিক সাপোর্ট লাগে সেটা আমরা দিব। '

২০২০-২১ মৌসুমের প্রিমিয়ার লিগ শুরুর কথা রয়েছে আগামী ১৩ জানুয়ারি। তবে করোনা থেকে সুরক্ষার জন্য খেলোয়াড়, কর্মকর্তা থেকে গণমাধ্যমকর্মীদের জন্য করোনা ভাইরাসের প্রতিষেধক পাওয়ার চেষ্টা চালাচ্ছেন বলে জানান টানা চতুর্থবার বাফুফে সভাপতি নির্বাচিত হওয়া সালাউদ্দিন।

তিনি বলেন, এটা নিয়ে সরকারের সঙ্গে আলাপ করেছি। বলেছি খেলোয়াড়, সংগঠক, গণমাধ্যমকর্মী, কর্মকর্তাদের যেন প্রাধান্য দেওয়া হয় (প্রতিষেধক পাওয়ার ব্যাপারে)। আমাকে আশ্বাস দেওয়া হয়েছে। '

জাতীয় দল নিয়ে বরাররই প্রত্যাশার কথা বলতে গিয়ে বাফুফে সভাপতি বলেন, 'আমি তো জাতীয় দলকে অনেক ওপরে দেখতে চাই। ভালো চাই। আপনারা লিখবেন। আমি পরিকল্পনা করব, তাদেরকে প্রয়োজনীয় জিনিসগুলো এনে দিব। কিন্তু তারা যদি ভালো না খেলে, তাহলে কিছু হবে না। করোনা মহামারির কারণে ২০২০ সাল ভালো যায়নি। আশা করি, ২০২১ সাল সবার জন্য ভালো বছর হবে। '

বাংলাদেশ সময়: ১৯৩৯ ঘণ্টা, ডিসেম্বর ৩১, ২০২০
আরএআর/এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।