অবশেষে গুঞ্জনই সত্যি হলো। প্যারিস সেন্ট জার্মেইর (পিএসজি) নতুন কোচ হিসেবে নিয়োগ পেলেন মাউরিসিও পচেত্তিনো।
টটেনহ্যাম ও সাউদাম্পটনের সাবেক এই কোচ টমাস টুখেলের উত্তরসূরি হিসেবে পিএসজিতে যোগ দিলেন। তিনি কাতারভিত্তিক মালিকানার দলটির সঙ্গে ২০২২ সালের ৩০ জুন পর্যন্ত চুক্তি করেছেন। তবে এই চুক্তি আরও এক বছর বাড়তে পারে।
৪৮ বছর বয়সী এই আর্জেন্টাইন ২০০১ থেকে ২০০৩ পর্যন্ত পিএসজির হয়ে খেলেছিলেন। তবে ২০১৯ সালের নভেম্বরে টটেনহ্যাম থেকে বরখাস্ত হওয়ার পর এতদিন বেকার ছিলেন এই তারকা।
লিগ ওয়ানে বর্তমানে তিন নাম্বারে থাকা পিএসজি আগামী ফেব্রুয়ারি ও মার্চে চ্যাম্পিয়নস লিগের শেষ ষোলোর ম্যাচে বার্সেলোনার মুখোমুখি হবে।
এর আগে আড়াই বছরের মেয়াদ শেষে গত ২৯ ডিসেম্বর জার্মান কোচ টুখেলকে বরখাস্ত করা হয়। লিগে দলের বাজে পারফরম্যান্সেই তাকে সরানো হয়েছে।
ফরাসি লিগের শীতকালীন ছুটির পর আগামী রোববার দলের সঙ্গে প্রথম অনুশীলনে যোগ দেবেন পচেত্তিনো।
বাংলাদেশ সময়: ২১৩৩ ঘণ্টা, জানুয়ারি ০২, ২০২০
এমএমএস