ঢাকা, সোমবার, ৩ আষাঢ় ১৪৩১, ১৭ জুন ২০২৪, ০৯ জিলহজ ১৪৪৫

ফুটবল

অবশেষে থামল ইন্টার মিলানের জয়রথ

স্পোর্টস ডেস্ক  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২০০ ঘণ্টা, জানুয়ারি ৬, ২০২১
অবশেষে থামল ইন্টার মিলানের জয়রথ বল দখলের লড়াইয়ে মার্তিনেস

সব প্রতিযোগিতা মিলিয়ে টানা ৯ ম্যাচ অপরাজিত থাকার পর থেমেছে ইন্টার মিলানের জয়রথ। সাম্পদোরিযার বিপক্ষে ২-১ ব্যবধানে হেরেছে নেরাজ্জুরিরা।

 

নিজেদের মাঠে ২৩তম মিনিটে আন্তনিও কানদ্রেবার পেনাল্টি কিক থেকে এগিয়ে যায় সাম্পদোরিয়ার। এরপর সমতায় ফেরার চেষ্টার চালালেও প্রথমার্ধে দ্বিতীয় গোল হজম করে ইন্টার। ৩৮তম মিনিটে ব্যবধানটা ২-০ করেন কেইটা বালদে দিয়াও।  

বিরতির পর গোল শোধে মরিয়া ইন্টার আক্রমণে ধার বাড়ায়। তার সুফলও পায় আন্তনিও কন্তের দল। ৬৫তম মিনিটে মার্সেলো ব্রোজোভিচের পাস থেকে হেডে একটি গোল শোধ দেন ডিফেন্ডার স্তেফান দে ভ্রিজ।  

এরপর পরিবর্তিত খেলোয়াড় হিসেবে রোমেলু লুকাকু-ক্রিশ্চিয়ান এরিকসেনরা মাঠে নামলেও ইন্টারকে সমতায় ফেরাতে পারেননি। এই পরাজয়েও সিরি’আ লিগের চলতি মৌসুমের পয়েন্ট তালিকার দ্বিতীয় স্থানে আছে নেরাজ্জুরিরা। ১৬ ম্যাচে তাদের পয়েন্ট ৩৬।  

বাংলাদেশ সময়: ২১৫৯ ঘন্টা, জানুয়ারি ০৬, ২০২১
ইউবি 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।