ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

ফুটবল

পিএসজিকে জেতালেন এমবাপ্পে-ইকার্দি

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬১২ ঘণ্টা, ফেব্রুয়ারি ৮, ২০২১
পিএসজিকে জেতালেন এমবাপ্পে-ইকার্দি ছবি: সংগৃহীত

প্রথমার্ধের নবম মিনিটেই গোল করলেন কিলিয়ান এমবাপ্পে। এর ১৫ মিনিট পর ব্যবধান দ্বিগুণ করলেন মাউরো ইকার্দি।

এই দুই ফরোয়ার্ডের গোলে অলিম্পিক মার্সেইকে হারালো পিএসজি।

রোববার (৭ ফেব্রুয়ারি) দিনগত রাতে লিগ ওয়ানের ম্যাচে ২-০ গোলে জিতেছে পিএসজি।  

অলিম্পিক মার্সেইয়ের মাঠে নবম মিনিটেই এগিয়ে যায় পিএসজি। কর্নার ফেরানোর পর সতীর্থের লম্বা বল ধরে থ্রু পাস বাড়ান আলহেল দি মারিয়া। সেই পাস ধরে এক ডিফেন্ডারকে ছিটকে ফেলে নিচু শটে লক্ষ্যভেদ করেন এমবাপ্পে। এর কয়েক মিনিট পরেই অস্বস্তি বোধ করায় দি মারিয়াকে তুলে নিয়ে বদলি হিসেবে পাবলো সারাবিয়াকে নামা কোচ মাওরিসিও পচেত্তিনো।

দি মারিয়া মাঠ ছাড়লেও পিএসজির খেলার ছন্দে ছেঁদ পড়েনি। বরং ২৪তম মিনিটেই ব্যবধান বাড়িয়ে নেয় ফরাসি জায়ান্টরা। ডান দিক থেকে আলেসান্দ্রো ফ্লোরেন্সির ক্রসে দুরূহ কোণ থেকে ব্যাক হেডে জাল খুঁজে নেন ইকার্দি। পেটের পীড়ায় শুরুর একাদশে না থাকা নেইমার ইকার্দির বদলি হিসেবে নামেন ৬৬তম মিনিটে। এর দশ মিনিট পর এই ফরোয়ার্ড ডি-বক্সে বাইরে থেকে শট নিলেও লক্ষ্যভ্রষ্ট হয়।

খেলায় ফিরতে মরিয়া অলিম্পিক মার্সেইয়ের বিপদ বাড়ে শেষদিকে। ভেরাত্তিকে ফাউল করে লাল কার্ড দেখেন স্বাগতিকদের ফয়াসি মিডফিল্ডার দিমিত্রি পায়েত। বাকি সময় দুই দলের উল্লেখযোগ্য কোনো প্রচেষ্টা চোখে পড়েনি। ফলে জয় নিয়েই মাঠ ছাড়ে বর্তমান চ্যাম্পিয়নরা।  

এই নিয়ে ২৪ ম্যাচে ১৬ জয়ে ৫১ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে আছে পিএসজি। সমান ম্যাচে ৫৪ পয়েন্ট নিয়ে শীর্ষে লিল। ২ পয়েন্ট কম নিয়ে দ্বিতীয় স্থানে লিঁও। ২২ ম্যাচে ৩৩ পয়েন্ট পাওয়া অলিম্পিক মার্সেই আছে নবম স্থানে।

বাংলাদেশ সময়: ০৬১২ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৮, ২০২১
এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।