ঢাকা, বৃহস্পতিবার, ১৪ চৈত্র ১৪৩০, ২৮ মার্চ ২০২৪, ১৭ রমজান ১৪৪৫

ফুটবল

রেকর্ড ছোঁয়ার ম্যাচে মেসির জোড়া গোল, বার্সার বড় জয়

স্পোর্টস ডেস্ক  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০১৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৪, ২০২১
রেকর্ড ছোঁয়ার ম্যাচে মেসির জোড়া গোল, বার্সার বড় জয়

বার্সেলোনার হয়ে সবচেয়ে বেশি লা লিগা ম্যাচ খেলার রেকর্ড স্পর্শের ম্যাচে বাজিমাত করলেন লিওনেল মেসি। তার জোড়া গোলে লিগের ম্যাচে দেপোর্তিভো আলাভেসকে ৫-১ ব্যবধানে উড়িয়ে দিয়েছে রোনাল্ড কোম্যানের শিষ্যরা।

মেসির মতো জোড়া গোল করেন ফ্রান্সিসকো ত্রিনকাও। এছাড়া একটি গোল করেন জুনিয়র ফিরপো।

ক্লাব বার্সার ইতিহাসে সর্বোচ্চ ৫০৫টি লা লিগার ম্যাচ খেলা জাভি হার্নান্দেসকে স্পর্শ করেছেন আর্জেন্টাইন অধিনায়ক মেসি।

ঘরের মাঠ ক্যাম্প ন্যু’তে আক্রমণাত্মক ফুটবল খেলা বার্সা খেলার ২৯ মিনিটে ত্রিনকাওয়ের গোলে লিড নেয়। পরে প্রথমার্ধের যোগ করা সময়ে নিজের ট্রেডমার্ক শটে ব্যবধান দ্বিগুণ করেন মেসি। সার্জিও বুসকেতসের পাস পেয়ে প্রায় ৩০ গজ দূর থেকে শট করে লক্ষ্যভেদ করেন তিনি।

বিরতির পর ৫৭তম মিনিটে ব্যবধান কমায় আলাভেস। মোরিবার ভুল পাস ধরে দ্রুত ডি-বক্সে ঢুকে বাঁ পায়ের শটে মার্ক-আন্ড্রে টের স্টেগেনকে পরাস্ত করেন লুইস রিওহা।

তবে এরপর ম্যাচের দুই মিনিটের মধ্যে দুটি গোল দেয় বার্সা। ৭৪ মিনিটে পর্তুগিজ তারকা ত্রিনকাও জোড়া গোল পূর্ণ করার পর ৭৫ মিনিটে সতীর্থের পাস ধরে ডান দিক থেকে বাঁ দিকে একটু এগিয়ে বাঁ পায়ের উঁচু শটে দূরের পোস্ট দিয়ে জালে বল পাঠান মেসি।

৮০তম মিনিটে দারুণ গোছালো আক্রমণে স্কোরলাইন ৫-১ করেন ফিরপো। ডি-বক্সে মেসির চিপে ডান দিকে বল পেয়ে ছয় গজ বক্সে বাড়ান গ্রিজমান। বাকি কাজটুকু সারেন ডিফেন্ডার ফিরপো।

এ ম্যাচ জিতে ফের চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদকে টপকে লিগ টেবিলের দুইয়ে উঠল বার্সেলোনা। ২২ ম্যাচে দুই দলেরই অবশ্য পয়েন্ট সমান ৪৬। তবে গোল ব্যবধানে এগিয়ে বার্সা। ২১ ম্যাচে ১৭ জয় ও তিন ড্রয়ে ৫৪ পয়েন্ট নিয়ে শীর্ষে অ্যাতলেটিকো মাদ্রিদ।

বাংলাদেশ সময়: ১০১৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৪, ২০২১
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।