ঢাকা, বৃহস্পতিবার, ৫ বৈশাখ ১৪৩১, ১৮ এপ্রিল ২০২৪, ০৮ শাওয়াল ১৪৪৫

ফুটবল

বাংলাদেশি ফুটবলারের চিকিৎসায় দেখভাল করছেন ভারতীয় ফুটবলার

স্পোর্টস ডেস্ক  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬১৭ ঘণ্টা, এপ্রিল ২১, ২০২১
বাংলাদেশি ফুটবলারের চিকিৎসায় দেখভাল করছেন ভারতীয় ফুটবলার নাবিব নেওয়াজ ও প্রীতম কোটাল

বাংলাদেশি ফুটবলার নাবিব নেওয়াজ জীবন হাঁটুর চোটের চিকিৎসা করাতে কলকাতা গেছেন। কলকাতার এক হাসপাতালে গত শনিবার তার অস্ত্রোপচারও হয়।

আর নাবিবের চিকিৎসার দেখভাল করছেন ভারতের জাতীয় দলের ডিফেন্ডার প্রীতম কোটাল। এখন হাসপাতাল থেকে ছাড়া পেয়ে হোটেলে রয়েছেন তিনি।

প্রীতমের এই আচরণে মুগ্ধ নাবিব কলকাতার সংবাদমাধ্যম আনন্দবাজারকে বলেন, ‘আমি কলকাতায় কাউকেই চিনি না। শুরু থেকেই প্রীতম আমার খেয়াল রেখেছে। চিকিৎসকের সঙ্গে যোগাযোগ করার পাশাপাশি অস্ত্রোপচারের দিন ও তার পরের দিনও আমার সঙ্গে দেখা করে গিয়েছে। ’

প্রীতম বলেন, ‘যে দেশেরই ফুটবলারই হোক, আগে তো ও একজন মানুষ। তাই সাহায্য করার আগে দুবার ভাবিনি। ১৩ এপ্রিল ও একাই আসে কলকাতায়। আমি যোগাযোগ করে দিই ডাক্তারদের সঙ্গে। বাংলাদেশের আরেকজন ফুটবলার রায়ানের সঙ্গে আমার যোগাযোগ রয়েছে। ওর মাধ্যমেই নাবিব যোগাযোগ করে। ’’

তবে এখনও বাড়ি ফেরা নিয়ে চিন্তায় নাবিব। বুধবার তার বাড়ি ফেরার টিকিট কাটা থাকলেও করোনার কারণে লকডাউন বেড়ে যাওয়ায় ঢাকায় ফেরা নিয়ে দুশ্চিন্তায় রয়েছেন তিনি। নাবিব বলেন, ‘‘আমার বুধবার টিকিট কাটা রয়েছে। কিন্তু শুনলাম লকডাউন এক সপ্তাহ বাড়বে। এখন কী ভাবে দেশে ফিরব তা বুঝতে পারছি না। ’

তবে নাবিবের দেশে ফেরার দায়িত্বও নিচ্ছেন প্রীতম। তিনি বলেন, ‘বুধবার ওর ফেরার কথা থাকলেও ঢাকাতে লকডাউন থাকায় ও ফিরতে পারছে না। দেখি কীভাবে নাবিবকে ওর দেশে ফেরান যায়। কিছু একটা ব্যবস্থা তো করতেই হবে। ’

বাংলাদেশ সময়: ১৬১৭ ঘণ্টা, এপ্রিল ২১, ২০২১
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।