ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

ফুটবল

রিয়াল ছাড়ার কারণ জানালেন জিদান

স্পোর্টস ডেস্ক  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৪৬ ঘণ্টা, মে ৩১, ২০২১
রিয়াল ছাড়ার কারণ জানালেন জিদান

জিনেদিন জিদানের সঙ্গে রিয়াল মাদ্রিদের সম্পর্ক ২০ বছরের মতো। খেলোয়াড় ও ম্যানেজার হিসেবে এই ক্লাবে তার রয়েছে অনেক সাফল্য।

সেই ‘ঘরের ছেলে’ জিদান আবারো রিয়ালের কোচের পদ থেকে সরে দাঁড়ালেন।  এতোদিন চুপ থাকলেও এখন জানালেন পদত্যাগের কারণ।

স্প্যানিশ সংবাদমাধ্যম এএসকে এক চিঠির মাধ্যমে রিয়াল ছাড়ার কারণগুলো জানিয়েছেন এই ফরাসী কিংবদন্তি। চিঠিতে জিদান লিখেছেন, ‘২০১৮ সালের মে মাসে রিয়াল ছেড়েছিলাম। তখন আমার মনে হয়েছিল, আড়াই বছরের সাফল্য এবং এতগুলো শিরোপার পর দলকে উদ্বুদ্ধ করতে নতুন কাউকে দরকার। কিন্তু এবার আমি ক্লাব ছাড়ছি কারণ ক্লাব আমার ওপর সেভাবে আস্থা রাখতে পারছিল না। ’

পদত্যাগের জন্য সাংবাদিকদের দোষ দিয়ে জিদান লিখেছেন, ‘কয়েকটা ম্যাচ খারাপ করলেই সংবাদমাধ্যমগুলো আমার সম্ভাব্য ছাঁটাই নিয়ে যা যা লিখত, তা পড়া খুবই কষ্টকর ছিল। সামনের একটা ম্যাচ হারলে আমি ছাঁটাই হয়ে যাব, এমন একটা খবর ছড়িয়ে পড়ায় আমি আর আমার স্কোয়াডের খেলোয়াড়- সবার মনেই আঘাত লেগেছিল। তার মানে, এই খবর ক্লাবের কেউই সংবাদমাধ্যমের কাছে ফাঁস করেছে। যার কারণে ক্লাবের সবার মধ্যে ভুল-বোঝাবুঝির সৃষ্টি হয়েছে। ’

জিদান আরো বলেন, ‘সাংবাদিকদের উদ্দেশে কিছু বলতে চাই। আমি শতাধিক সংবাদ সম্মেলন করেছি, কিন্তু দুর্ভাগ্যবশত আমরা ফুটবল নিয়ে তেমন কথা বলিনি। আমি আপনাদের কিছু শেখাতে চাই না, কিন্তু সব সময় বিতর্কিত বিষয় নিয়ে যদি প্রশ্ন না করতেন, তাহলে ভালো হতো। ’

বাংলাদেশ সময়: ১৫৪৭ ঘণ্টা, মে ৩১, ২০২১
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।