ঢাকা, বৃহস্পতিবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

ফুটবল

করোনা নেগেটিভ হয়ে স্পেন দলে ফিরলেন বুসকেতস

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৩৯ ঘণ্টা, জুন ১৮, ২০২১
করোনা নেগেটিভ হয়ে স্পেন দলে ফিরলেন বুসকেতস

২০২০ ইউরোতে প্রত্যাশিত শুরু পায়নি অন্যতম ফেভারিট স্পেন। তবে পোল্যান্ড ম্যাচের আগে সুখবর পেল সাবেক চ্যাম্পিয়নরা।

করোনা ভাইরাস পরীক্ষায় নেগেটিভ হয়ে ফিরেছেন দলটির অধিনায়ক সার্জিও বুসকেতস।

শুক্রবার রয়্যাল স্প্যানিশ ফুটবল ফেডারেশন (আরএফইএফ) এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে।  

পোলিশদের বিপক্ষে খেলতে দলের সঙ্গে সেভিয়ায় যাচ্ছেন বার্সার এই ডিফেন্সিভ মিডফিল্ডার।

ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপ শুরুর আগে গত ৭ জুন করোনা পজিটিভ হয়েছিলেন বুসকেতস। তখন থেকেই আইসোলেশনে ছিলেন তিনি। তার অবর্তমানে কাঙ্ক্ষিত শুরুও পায়নি লুইস এনরিকের দল।

এবারের ইউরোর অন্যতম ফেভারিট স্পেন তাদের উদ্বোধনী ম্যাচে গত সোমবার রাতে সেভিয়ায় নিজেদের মাঠে সুইডেনের বিপক্ষে জিততে পারেনি। পুরো ম্যাচে প্রায় ৮৬ শতাংশ সময় বল দখলে রেখে ও গোলমুখে ১৭টি শট নিয়েও গোলের দেখা পায়নি তারা।

আগামী শনিবার ‘ই’ গ্রুপের ম্যাচে মুখোমুখি হবে স্পেন ও পোল্যান্ড। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত ১ টায়।  

বাংলাদেশ সময়: ১৮৩৯ ঘণ্টা, জুন ১৮, ২০২১
এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।