চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিলকে হারিয়ে কোপা আমেরিকার শিরোপা জিতেছে লিওনেল মেসির আর্জেন্টিনা। ঐতিহাসিক মারাকানা স্টেডিয়ামে রোববার ফাইনালে নেইমারদের ১-০ গোলে হারিয়েছে তারা।
কোপা আমেরিকায় এটি আর্জেন্টিনার ১৫ তম শিরোপা। শিরোপাসংখ্যায় এখন যৌথভাবে শীর্ষে রয়েছে আর্জেন্টিনা ও উরুগুয়ে। এই জয়ের মধ্যদিয়ে লিওনেল মেসির শিরোপা খড়ার অবসান হলো। ক্লাব পর্যায়ের সব কিছু জেতা মেসি এবার ট্রফি জিতলেন নিজ দেশ আর্জেন্টিনার হয়েও। তবে ম্যাচে নায়ক মেসি নন, একমাত্র গোলদাতা দি মারিয়ার হাতেই উঠেছে ফাইনাল-সেরার পুরস্কার।
১৪ বছর পর কোনো বড় আসরের ফাইনালে মুখোমুখি হয়েছিল ব্রাজিল-আর্জেন্টিনা। ২০০৭ সালের কোপার সেই ফাইনালে অবশ্য ব্রাজিল জিতেছিল ৩-০ গোলে। এবার প্রতিশোধ নিল মেসিরা। ম্যাচ শেষে মাঠেই কেঁদে ফেলেছেন নেইমার জুনিয়ররা।
বাংলাদেশ সময়: ০৮৩১ ঘণ্টা, জুলাই ১১, ২০২১
এমএমএস