ঢাকা, রবিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

ফুটবল

ইসরায়েলে খেলতে যাবে না বার্সেলোনা

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪২৩ ঘণ্টা, জুলাই ১৬, ২০২১
ইসরায়েলে খেলতে যাবে না বার্সেলোনা

বার্সেলোনার সঙ্গে একটি প্রীতি ম্যাচ খেলার চেষ্টা চালিয়ে আসছিল ইসরায়েলের শীর্ষ লিগের ফুটবল ক্লাব বেইতর জেরুজালেম। কিন্তু কাতালান জায়ান্টরা জানিয়ে দিয়েছে, তারা জেরুজালেমে গিয়ে কোনো ম্যাচ খেলতে চায় না।

তাই ম্যাচটি করা হয়েছে।

প্রীতি ম্যাচ বাতিলের বিয়ষটি নিশ্চিত করেছেন বেইতার জেরুজালেমের অন্যতম মালিক মোশে হগেগ। এক ফেসবুক পোস্টে তিনি জানিয়েছেন, ম্যাচটি আয়োজনের জন্য তিনি সর্বাত্বক চেষ্ঠা চালিয়েছেন। কিন্তু বার্সার অনাগ্রহের কারণে শেষ পর্যন্ত তা বাতিল হয়েছে।  তবে বার্সার জেরুজালেমে না খেলার বিষয়টি তাকে অবাক করেছে। পোস্টের শেষ দিকে তিনি লিখেছেনন, ‘আমি গর্বিত আমি একজন ইহুদি, আমি গর্বিত আমি একজন ইসরায়েলি। ’

ওই প্রীতি ম্যাচে সংবাদ শুনে বার্সেলোনা ফুটবল দলকে বয়কট করার আহ্বান জানিয়েছিল ফিলিস্তিনিরা। ম্যাচটি জেরুজালেমের টেডি স্টেডিয়ামে ৪ আগস্ট অনুষ্ঠিত হওয়ার কথা ছিল।

বাংলাদেশ সময়: ১৪২৩ ঘণ্টা, জুলাই ১৬, ২০২১
এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।