প্যারিস সেন্ট জার্মেইর (পিএসজি) সঙ্গে অফিসিয়ালি চুক্তি হয়ে গেছে লিওনেল মেসির। বুধবার (১১ আগস্ট) ক্লাবের মালিক নাসের আল খেলাইফি আর্জেন্টাইন অধিনায়ককে দলের সঙ্গে পরিচয়ও করিয়ে দেন।
এর আগে প্রিয় ক্লাব বার্সেলোনার সঙ্গে ২১ বছরের সম্পর্ক চুকিয়ে বিদায় জানান মেসি।
পিএসজিতে মেসি যোগ দেওয়ার ফলে ফরাসি জায়ান্টদের এখন বলা হচ্ছে বিশ্বের সবচেয়ে ভয়ঙ্কর আক্রমণভাগ। কেননা এই দলেই যে রেকর্ড ছয়বারের ব্যালন ডি’অর জয়ী সঙ্গী হিসেবে পাচ্ছেন বন্ধু নেইমার ও সময়ের সেরা স্ট্রাইকার কিলিয়ান এমবাপ্পে।
এদিকে পিএসজি কোচ মাউরিসিও পচেত্তিনো আশা করছেন দলের পরবর্তী ম্যাচেই মেসির অভিষেক হয়ে যাক। আগামী শনিবার লিগ ওয়ানে ঘরের মাঠ পার্ক দেস প্রিন্সেসে নিজেদের দ্বিতীয় ম্যাচে স্ত্রসবুর্গকে আতিথেয়তা জানাবে প্যারিসের দলটি।
তবে সংবাদ সম্মেলনে মেসি নিজের অভিষেক ম্যাচের বিষয়ে কোনো নিশ্চিত তথ্য দিতে পারেননি।
এর আগে চলতি মৌসুমে লিগে নিজেদের প্রথম ম্যাচে ট্রয়েসকে ২-১ গোলে হারিয়ে শুভসূচনা করেছিল পিএসজি। যদিও প্রাক মৌসুমের হিসেবে লিলের বিপক্ষে ট্রফি দেস চ্যাম্পিয়নসে ১-০ গোলে হেরে যায় পিএসজি।
বাংলাদেশ সময়: ১৬১০ ঘণ্টা, আগস্ট ১১, ২০২১
এমএমএস