ঢাকা, বুধবার, ১১ বৈশাখ ১৪৩১, ২৪ এপ্রিল ২০২৪, ১৪ শাওয়াল ১৪৪৫

ফুটবল

র‍্যাংকিংয়ে ব্রাজিল-আর্জেন্টিনা-ইতালির উন্নতি, পেছালো বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯১৭ ঘণ্টা, আগস্ট ১২, ২০২১
র‍্যাংকিংয়ে ব্রাজিল-আর্জেন্টিনা-ইতালির উন্নতি, পেছালো বাংলাদেশ

ফিফার নতুন র‍্যাংকিংয়ে এক ধাপ এগিয়ে দুইয়ে উঠে এসেছে ব্রাজিল। এগিয়েছে আর্জেন্টিনা ও ইতালিও।

অন্যদিকে র‍্যাংকিংয়ে বড় ধরনের অবনতি হয়েছে বাংলাদেশের।  

বৃহস্পতিবার ফিফার র‍্যাংকিং আপডেট করা হয়েছে। সেখানেই এমন চিত্র দেখা গেছে।

গত কয়েক সপ্তাহে আন্তর্জাতিক ফুটবল খুব ব্যস্ত সময় পার করেছে। ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপ, কোপা আমেরিকা, কনকাকাফ গোল্ড কাপ, কাতার বিশ্বকাপের বাছাইপর্ব এবং বেশকিছু মহাদেশীয় টুর্নামেন্ট আয়োজিত হয়েছে। এছাড়া বেশকিছু প্রীতি ম্যাচ মিলিয়ে ম্যাচের সংখ্যাটা প্রায় ৩৪৮। ফলে ফিফার র‍্যাংকিংয়েও এসেছে অনেক পরিবর্তন।

ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপের কোয়ার্টার ফাইনাল থেকে বিদায় নিলেও নতুন র‍্যাংকিংয়ে আগের মতোই শীর্ষস্থান ধরে রেখেছে বেলজিয়াম। শেষ আটে তাদের প্রতিপক্ষ এবং আসরের চ্যাম্পিয়ন ইতালি দুই ধাপ এগিয়ে উঠে এসেছে পাঁচে। আগের মতোই চারে আছে একই আসরের রানার্সআপ ইংল্যান্ড।  

এদিকে কোপা আমেরিকার ফাইনালে আর্জেন্টিনার কাছে হেরে শিরোপা খোয়ানোর পরও র‍্যাংকিংয়ে এক ধাপ এগিয়ে দুইয়ে উঠেছে ব্রাজিল। তাদের জায়গা ছেড়ে দিয়ে এক ধাপ নিচে অর্থাৎ তিনে নেমে গেছে ফ্রান্স। তবে কোপার শিরোপা জেতা আর্জেন্টিনা ঠিকই দুই ধাপ এগিয়ে আছে ষষ্ঠ স্থানে। এছাড়া কনকাকাফ ন্যাশনস লিগ ও গোল্ড কাপের শিরোপা জেতা যুক্তরাষ্ট্র ১০ ধাপ এগিয়ে ঢুকে গেছে শীর্ষ দশে। আর ২ ধাপ এগিয়ে নবম স্থানে উঠে এসেছে তাদের প্রতিবেশী ও দুই আসরের ফাইনালিস্ট মেক্সিকো। এছাড়া গোল্ড কাপে অতিথি হিসেবে অংশ নেওয়া কাতার ১৬ ধাপ এগিয়ে আছে ৪২তম স্থানে।

অন্যদিকে দক্ষিণ এশিয়ার দলগুলোর মধ্যে বাংলাদেশের অবস্থা সবচেয়ে খারাপ। ৪ ধাপ পিছিয়ে দলটি এখন আছে ২১০ দলের তালিকার ১৮৮তম স্থানে। এর আগে তাদের অবস্থান ছিল ১৮৪তম স্থানে। সর্বশেষ বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচগুলোতে জেমি ডে’র শিষ্যদের ব্যর্থতাই এর মূল কারণ। এছাড়া শ্রীলঙ্কা ৬ ধাপ পিছিয়েছে।

বাংলাদেশ সময়: ১৯১৭ ঘণ্টা, আগস্ট ১২, ২০২১
এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।