জার্মান বুন্দেসলিগায় নিজেদের প্রথম ম্যাচে শুক্রবার মাঠে নামে চ্যাম্পিয়ন বায়ার্ন মিউনিখ। প্রতিপক্ষ ছিল বরুসিয়া মোশেনগ্লাডবাখ।
ঘরের মাঠে বায়ার্নের বিপক্ষে ম্যাচের ১০ মিনিটেই এগিয়ে যায় মোশেনগ্লাডবাখ। লার্স স্টিন্ডের বাড়িয়ে দেয়া বল নিয়ে প্লিয়া ঢুকে পড়েন ডি বক্সের মধ্যে। তার সামনে কেবল বায়ার্নের গোলরক্ষক ম্যানুয়েল নয়্যার। তাকে ফাঁকি দিয়ে বল জালে জড়াতে ভুল করেননি প্লিয়া।
অবশ্য বিরতিতে যাওয়ার আগেই সমতা ফেরায় বায়ার্ন। এ সময় কর্নার পায় তারা। কর্নার থেকে জশুয়া কিমিচের বাড়ানো বল বক্সের মধ্যে খুঁজে পায় লেভানডভস্কির পা। তিনি ডান পায়ের ভলিতে বল জালে জড়ান। তাতে ১-১ গোলের সমতা নিয়েই শেষ হয় প্রথমার্ধের খেলা।
দ্বিতীয়ার্ধেও এই সমতা বহাল থাকে। তাতে পয়েন্ট ভাগাভাগি করে মাঠ ছাড়ে বায়ার্ন।
বাংলাদেশ সময়: ১১৪২ ঘণ্টা, আগস্ট ১৪, ২০২১
এমএমএস