ঢাকা, বুধবার, ১১ বৈশাখ ১৪৩১, ২৪ এপ্রিল ২০২৪, ১৪ শাওয়াল ১৪৪৫

ফুটবল

মেসি পিএসজিতে যাওয়ায় আত্মহত্যা করতে চান রোনালদো-আগুয়েরো! 

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭২৪ ঘণ্টা, আগস্ট ১৪, ২০২১
মেসি পিএসজিতে যাওয়ায় আত্মহত্যা করতে চান রোনালদো-আগুয়েরো! 

লিওনেল মেসি পিএসজিতে পাড়ি জমানোয় নাকি সের্হিও আগুয়েরো ও ক্রিস্টিয়ানো রোনালদোর মানসিক অবস্থা খুব খারাপ। দুজনেরই নাকি এখন আত্মহত্যা করার মতো অবস্থা! এমন দাবিই করলেন আনহেল দি মারিয়া।

প্রিয় বন্ধু ও জাতীয় দলের সতীর্থ লিওনেল মেসির সঙ্গে খেলার স্বপ্ন নিয়ে বার্সেলোনায় পাড়ি জমিয়েছিলেন সের্হিও আগুয়েরো। কিন্তু তার সেই স্বপ্ন অপূর্ণ রয়ে গেল। তাকে রেখে পিএসজিতে চলে গেলেন আর্জেন্টাইন ফরোয়ার্ড। সেখানে গিয়ে মেসির সতীর্থ হিসেবে পেয়েছেন আরেক আর্জেন্টাইন দি মারিয়াকে।  

মেসির সঙ্গে বার্সার জার্সিতে একটাও ম্যাচ খেলার স্বপ্ন পূরণ না হওয়ায় সাবেক ম্যানচেস্টার সিটি স্ট্রাইকার আগুয়েরোর মানসিক অবস্থা নাকি বেশ সঙ্গিন। এ নিয়ে অনেকটা মজার ছলেই ‘টিওয়াইসি স্পোর্টস’কে দি মারিয়া বলেন, ‘আগুয়েরো আত্মহত্যা করতে চায়, কিইবা করার আছে আর। তবে এসব (মেসির বার্সা ছাড়া) বাদ দিলে, সবচেয়ে বাজে ব্যাপার হচ্ছে সে (আগুয়েরো) ইনজুরিতে পড়েছে এবং কয়েক সপ্তাহ মাঠের বাইরে থাকবে। এটাই সবচেয়ে দুঃখজনক ব্যাপার। ’

অন্যদিকে এই গ্রীষ্মের দলবদলেই পিএসজি ও রোনালদোকে ঘিরে গুঞ্জন ছড়িয়ে পড়েছিল। কিন্তু তার বদলে মেসিকে নিয়েছে প্যারিসিয়ানরা। এখন শোনা যাচ্ছে, এবার না হলেও পরের মৌসুমে অর্থাৎ ২০২২ সালে ফ্রি ট্রান্সফারে ফরাসি জায়ান্টদের সঙ্গে যোগ দিতে পারেন জুভেন্টাসের পর্তুগিজ উইঙ্গার। দি মারিয়ার মতে, পার্ক দেস প্রিন্সেসে এত এত তারার মেলায় না থাকতে পেরে হতাশায় ভুগছেন রোনালদো। আর্জেন্টাইন অ্যাটাকিং মিডফিল্ডার বলেন, ‘এখানে (পিএসজিতে) না আসতে পারায় রোনালদোর নিশ্চয় আত্মহত্যা করতে ইচ্ছে করছে। ’

পিএসজির বর্তমান দলটিতে মেসি, নেইমার, এমবাপ্পে, সার্জিও রামোস, জিয়ানলুইজি দুনারুমা এবং দি মারিয়া নিজেও আছেন। এমন তারকাখচিত দলে যে কোনো খেলোয়াড় খেলতে চাইবে বলে মত কোপা আমেরিকা ফাইনালের নায়ক, ‘পিএসজির বর্তমান দলটিতে যে কোয়ালিটি ও কোয়ান্টিটির খেলোয়াড় আছে, তা একেবারের আলাদা। ক্লাবগুলোতে এমন ঘটনা খুব একটা ঘটে না এবং সেরা খেলোয়াড়রা সবসময় সেরাদের সঙ্গে থাকতে চায়। রোনালদো অবশ্যই এখানে আসতে চায়, কিন্তু তারা মেসিকে এনেছে, ভাগ্যক্রমে সে আরও ভালো। ’

মেসি এবং দি মারিয়া দুজনেই ভালো বন্ধু। প্রিয় বন্ধু সম্পর্কে কিছু বলতে বলায় তাই বেশ আবেগী হয়ে পড়েন দি মারিয়া, ‘আমার দিক থেকে, মেসির সঙ্গে খেলা খুব সহজ। দৌড়াতে শুরু করলেই সে বল পাস দেয় এবং বল সরাসরি পায়ে চলে আসে। তার সঙ্গে আমার দারুণ সম্পর্ক। সেটা মাঠে এবং মাঠের বাইরেও। সে কি চায়, তা বোঝা বেশ সহজ। সে অন্য ধাঁচের খেলোয়াড়। পাথর ছুড়ে মারলেও সে সেটা থামিয়ে পাস দেবে, যেন সেটা কিছুই নয়। সে অন্যদের চেয়ে আগে ভাবতে পারে। আমি এমন কিছু আর দেখিনি। আমি রোনালদো, নেইমার, এমবাপ্পে, রুনি, রবিন ভ্যান পার্সি, ইব্রাহিমোভিচ, করিম বেনজেমা, গ্যারেথ বেলের সঙ্গে খেলেছি। কিন্তু সত্যি বলতে, আমি মেসির মতো কাউকে দেখিনি। সে একেবারেই আলাদা। ’

২১ বছরের বন্ধন ছিন্ন করে আসার পর মেসির অনুভূতি কেমন তা নিয়ে প্রশ্ন করা হলে দি মারিয়া বলেন, ‘আমার মতে মেসি কাতালুনিয়ার চেয়ে এখানে ভালো থাকবে। প্যারিসে সে অভ্যর্থনা পেয়েছে, আমি মনে করি সে এরইমধ্যে অনুধাবন করতে পেরেছে সে কি এনেছে, কি করতে পারে এবং সে কে। এখানকার মানুষজন তাকে প্রতি অনুশীলন এবং ম্যাচে সেটা দেখাবে। শুধু তার জন্য আমরা প্রতিবার বাইরে গেলেই কম করে হলেও ২০০ জন মানুষ তার অপেক্ষায় থাকে। ’

বাংলাদেশ সময়: ১৭২৩ ঘণ্টা, আগস্ট ১৪, ২০২১
এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।