ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

ফুটবল

ফরাসি লিগের ম্যাচে ফুটবলার-সমর্থকদের মারামারিতে রণক্ষেত্র!

স্পোর্টস ডেস্ক  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৩৩ ঘণ্টা, আগস্ট ২৩, ২০২১
ফরাসি লিগের ম্যাচে ফুটবলার-সমর্থকদের মারামারিতে রণক্ষেত্র!

ফ্রান্সের ঘরোয়া ফুটবলের সবচেয়ে বড় আসর লিগ ওয়ান। সেই লিগে এক খেলোয়াড়কে বোতল ছুঁড়ে মারার ঘটনাকে কেন্দ্র করে মাঠে ঢুকে যায় দর্শকরা।

নিস ও মার্শেইয়ের মধ্যকার ম্যাচে এই ঘটনা ঘটে।

নিসের ঘরের মাঠে অনুষ্ঠিত ম্যাচে মার্শেইয়ের দিমিত্রি পায়েত কর্নার শট নিতে গেলে স্বাগতিক সমর্থকদের একাংশ তাকে বোতল ছুঁড়ে মারে। সে বোতলটিকে গ্যালারিতে ফিরিয়ে দেন। এরপরই স্বাগতিক দলের সমর্থকরা মাঠে প্রবেশ করে। দর্শকরা মাঠে ঝামেলা করায় খেলা বন্ধ হয়ে যায়। পরে মার্শেইয়ের খেলোয়াড় ম্যাচটি পুনরায় শুরু করতে অস্বীকৃতি জানায়। তাই ম্যাচটি পরিত্যক্ত ঘোষণা করা হয়।

মার্শেই দলের সভাপতি বলেন, ‘মাঠে ঢুকে আমাদের খেলোয়াড়দের আঘাত করেছে দর্শকরা। আমাদের খেলোয়াড়দের নিরাপত্তার স্বার্থে আমরা ম্যাচটি পুনরায় শুরু করিনি। ’

৭৫ মিনিট খেলা হয়েছিল ম্যাচটি। ম্যাচে তখন নিস ১-০ গোলে এগিয়ে ছিল। এই লিগেই মেসি-নেইমারদের প্যারিস সেইন্ট জার্মেই (পিএসজি) ৩৮ ম্যাচ খেলবে। তিন ম্যাচে ৯ পয়েন্ট নিয়ে এই লিগের পয়েন্ট তালিকায় শীর্ষে রয়েছে পিএসজি।

বাংলাদেশ সময়: ১৬৩২ ঘণ্টা, আগস্ট ২৩, ২০২১
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।