ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

ফুটবল

টানা ৩৬ ম্যাচ অপরাজিত থেকে ইতালির বিশ্বরেকর্ড

স্পোর্টস ডেস্ক  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩১৬ ঘণ্টা, সেপ্টেম্বর ৬, ২০২১
টানা ৩৬ ম্যাচ অপরাজিত থেকে ইতালির বিশ্বরেকর্ড

কাতার ২০২২ বিশ্বকাপ ইউরো অঞ্চলের বাছাইপর্বে সুইজারল্যান্ড-ইতালির ম্যাচটি গোলশূন্য ড্র হয়েছে। তবে টানা ৩৬ ম্যাচ অপরাজিত থাকায় বিশ্বরেকর্ড গড়লো ইতালি।

বাসেলের সেন্ট জাকব পার্কে মুখোমুখি হয়েছিল দলদুটি। গোলশূন্য প্রথমার্ধের পর ৫২ মিনিটে পেনাল্টি পায় ইতালি। কিন্তু উয়েফার বর্ষসেরা খেলোয়াড় জর্জিনহোর পেনাল্টি সুইস গোলরক্ষক ইয়ান সোমার ঠেকিয়ে দেন। এতে এগিয়ে যাবার সুযোগ হাতছাড়া হয় আজ্জুরিদের। রেফারির শেষ বাঁশিতে পয়েন্ট ভাগাভাগি করে দু'দল।

ইতালি সর্বশেষ ২০১৮ সালের ১০ সেপ্টেম্বর সবশেষ হেরেছিল। সেবার ন্যাশনস লিগের গ্রুপ পর্বে সেই আসরের চ্যাম্পিয়ন পর্তুগালের কাছে ১-০ গোলের হার।

এর আগে টানা ৩৫ ম্যাচ অপরাজিত থাকার রেকর্ড দখলে ছিল স্পেন ও ব্রাজিলের। ১৯৯৩ থেকে ১৯৯৬ সাল পর্যন্ত ৩৫ ম্যাচে সেলেকাওদের কেউ হারাতে পারেনি। আর স্পেন ২০০৭ থেকে ২০০৯ সাল পর্যন্ত।

বাংলাদেশ সময়: ১৩১৪ ঘণ্টা, সেপ্টেম্বর ০৬, ২০২১
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।