ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

ফুটবল

স্পেনের স্কোয়াডে গাভি, নেই রিয়ালের কেউই

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৪৩ ঘণ্টা, সেপ্টেম্বর ৩০, ২০২১
স্পেনের স্কোয়াডে গাভি, নেই রিয়ালের কেউই

উয়েফা নেশন্স লিগকে সামনে রেখে বৃহস্পতিবার (৩০ সেপ্টেম্বর) ২৩ সদস্যের দল ঘোষণা করেছে স্পেন। গতবারের মতো এবারও রিয়াল মাদ্রিদের কাউকে দলে রাখেনি দেশটির কোচ লুইস এনরিকে।

অপরদিকে মাত্র ১৭ বছর বয়সেই দলে যায়গা করে নিলেন বার্সেলেনার মিডফিল্ডার গাভি।

উয়েফা ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপের গত আসরে স্পেন দলে রাখা হয়নি রিয়াল মাদ্রিদের কোনো ফুটবলারকে। বিশ্বকাপ বাছাইপর্বে ডাক পড়েনি কারও। এবারও একই পথে হেঁটেছে দেশটির কোচ এনরিকে। লা লিগায় পয়েন্ট টেবিলের শীর্ষে থাকা দলের কোনো সদস্য নেই নেশন্স লিগের ঘোষিত স্কোয়াডে।

বার্সেলোনার খারাপ সময়ে দুর্দান্ত খেলা মিডফিল্ডার গাভির খেলায় মুগ্ধ এনরিকে। তাই নতুন করে ডাক পেয়েছেন তিনি। এছাড়া ইনজুরি কাটিয়ে কাতালানদের শিবির থেকে স্কোয়াডে নাম লেখিয়েছেন পেদ্রিও।  

চোটের কারণে স্কোয়াডে জায়গা হয়নি রিয়াল থেকে সদ্য পিএসজিতে ভেড়ানো ডিফেন্ডার সার্জিও রামোসের। একই ইস্যুতে দলে নেই ফরোয়ার্ড আলভারো মোরাতা, জেরার্দ মরেনো ও মিডফিল্ডার থিয়াগো আলকান্তারা।

২৩ সদস্যের স্পেন স্কোয়াড:

গোলরক্ষক: উনাই সিমন (অ্যাথলেতিক বিলবাও), দেভিদ দে হেয়া (ম্যানচেস্টার ইউনাইটেড), রবের্ত সানচেস (ব্রাইটন অ্যান্ড হোভ)।

ডিফেন্ডার: সেসার অ্যাসপিলিকুয়েতা (চেলসি), পেদ্রো পোরো (স্পোর্তিং লিসবন), এরিক গার্সিয়া (বার্সেলোনা), পাও তরেস (ভিয়ারিয়াল), এমেরিক লাপোর্তে (ম্যানচেস্টার সিটি), ইনিগো মার্তিনেস (অ্যাথলেতিক বিলবাও), সের্হিও রেগুলিয়ন (টটেনহ্যাম হটস্পার), মার্কোস আলোনসো (চেলসি)।

মিডফিল্ডার: সের্হিও বুসকেতস (বার্সেলোনা), রদ্রি হের্নান্দেস (ম্যানচেস্টার সিটি), পেদ্রি (বার্সেলোনা), মিকেল মেরিনো (রিয়াল সোসিয়েদাদ), কোকে (অ্যাতলেতিকো মাদ্রিদ), গাভি (বার্সেলোনা), মার্কোস লরেন্তে (অ্যাতলেতিকো মাদ্রিদ), পাবলো ফোরনালস (ওয়েস্ট হ্যাম ইউনাইটেড)।

ফরোয়ার্ড: ফেরান তরেস (ম্যানচেস্টার সিটি), পাবলো সারাবিয়া (স্পোর্তিং লিসবন), মিকেল ওইয়ারসাবাল (রিয়াল সোসিয়েদাদ), ইয়েরেমি পিনো (ভিয়ারিয়াল)।

বাংলাদেশ সময়: ১৯৪৩ ঘণ্টা, সেপ্টেম্বর ৩০, ২০২১
আরইউ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।