ঢাকা, শুক্রবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২২ নভেম্বর ২০২৪, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

ফুটবল

বর্ষসেরা স্ট্রাইকার লেভানডোভস্কি

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২২৩ ঘণ্টা, নভেম্বর ৩০, ২০২১
বর্ষসেরা স্ট্রাইকার লেভানডোভস্কি

গত মৌসুমে বায়ার্নের হয়ে দুর্দান্ত খেলা রবের্ত লেভানডোভস্কি জিতে নিলেন ফ্রান্স ফুটবল ম্যাগাজিনের বর্ষসেরা স্ট্রাইকারের পুরস্কার। দেশের হয়েও দারুণ খেলে প্রথমবারের মতো এই পুরস্কার নিজের করে নিলেন ‘গোলমেশিন’ খ্যাত এই স্ট্রাইকার।

গত মৌসুমে ইউরোপের শীর্ষে পাঁচ লিগের সর্বোচ্চ গোলস্কোরার ছিলেন লেভানডোভস্কি। বুন্দেসলিগার এ তারকা ফুটবলার একাই করেছেন ৪১ গোল। তার এমন দুর্দান্ত ফর্মে বুন্দেসলিগার শিরোপা জিতে নেয় বায়ার্ন।

বায়ার্নের কিংবদন্তি গার্ড মুলারের ৪৯ বছরের রেকর্ড ভেঙ্গে ইউরোপের গোল্ডেন বুট জিতে নেন লেভানডোভস্কি। ২০২০ সালের ফিফা বর্ষসেরার পুরস্কারও নিজের করে নিয়েছেন তিনি।

বাংলাদেশ সময়: ০২২৩ ঘণ্টা, নভেম্বর ৩০, ২০২১
আরইউ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।