ঢাকা, বৃহস্পতিবার, ৯ মাঘ ১৪৩১, ২৩ জানুয়ারি ২০২৫, ২২ রজব ১৪৪৬

ফুটবল

টানা দ্বিতীয় জয়ে কোয়ার্টারে বসুন্ধরা কিংস

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৩৪ ঘণ্টা, ডিসেম্বর ৪, ২০২১
টানা দ্বিতীয় জয়ে কোয়ার্টারে বসুন্ধরা কিংস

বাংলাদেশ পুলিশকে ১-০ গোলে হারিয়ে স্বাধীনতা কাপে টানা দ্বিতীয় জয় তুলে নিয়েছে বসুন্ধরা কিংস। আর শিরোপা ধরে রাখার মিশনে এই জয়ে আসরটির কোয়ার্টার-ফাইনাল নিশ্চিত করেছে দলটি।

শুক্রবার ‘ডি’ গ্রুপে কমলাপুরের বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোস্তফা কামাল স্টেডিয়ামে মুখোমুখি হয় দুদল। যেখানে বসুন্ধরা কিংসের হয়ে একমাত্র গোলটি করেন রবসন রবিনিয়ো।

ম্যাচের ১৬তম মিনিটে পেনাল্টি থেকে বর্তমান চ্যাম্পিয়নদের এগিয়ে নেন ব্রাজিলিয়ান ফরোয়ার্ড রবিনিয়ো। পুলিশ নিজেদের বক্সে ব্রাজিলিয়ান জনাথন ফার্নান্দেজকে ফাউল করলে পেনাল্টির বাঁশি বাজান রেফারি।

এর আগে নিজেদের প্রথম ম্যাচে বাংলাদেশ নৌবাহিনীকে ৬-০ গোলে উড়িয়ে দিয়েছিল বসুন্ধরা কিংস। এই গ্রুপে দুই ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে শীর্ষে দলটি।

বাংলাদেশ সময়: ১৯৩৪ ঘণ্টা, ডিসেম্বর ০৪, ২০২১
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।