ঢাকা, শুক্রবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২২ নভেম্বর ২০২৪, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

ফুটবল

গ্রুপ চ্যাম্পিয়ন হয়েই নকআউট পর্বে রিয়াল

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১২৬ ঘণ্টা, ডিসেম্বর ৮, ২০২১
গ্রুপ চ্যাম্পিয়ন হয়েই নকআউট পর্বে রিয়াল

চ্যাম্পিয়ন্স লিগে গ্রুপের শীর্ষে থেকেই নকআউট পর্ব নিশ্চিত করলো রিয়াল মাদ্রিদ। মঙ্গলবার রাতে ‘ডি’ গ্রুপের ম্যাচে ইতালিয়ান ক্লাব ইন্টার মিলানকে ২-০ ব্যবধানে হারায় লস ব্লাঙ্কোসরা।

দলের হয়ে একটি করে গোল করেন টনি ক্রুস ও মার্কো আসেনসিও।

সান্তিয়াগো বের্নাবেউয়ে ম্যাচের শুরু থেকেই আক্রমণ-পাল্টা আক্রমণে জমে উঠেছিল ম্যাচটি। ১৭তম মিনিটে টনি ক্রসের অসাধারণ এক গোলে এগিয়ে যায় লস ব্লাঙ্কোসরা। ব্রাজিলিয়ান ফরোয়ার্ড রদ্রিগোর পা থেকে পাস পেয়ে দুর্দান্ত এক শটে ইন্টারের জাল খুঁজে নেন জার্মান এই মিডফিল্ডার। সমতায় ফিরতে মরিয়ে ইন্টার কয়েকটি আক্রমণ চালালেও প্রথমার্ধে আর গোলের দেখা পায়নি।

বিরতির পর খেলতে নেমে আরও দুর্দান্ত হয়ে ওঠে রিয়াল মাদ্রিদ। দারুণ কয়েকটি আক্রমণে ইন্টার শিবিরে ভীতি ছড়ায় স্বাগতিকরা। ৬৪তম মিনিটে ধাক্কা খায় ইন্টার। বারেল্লাকে মিলিতাও ধাক্কা দিলে মেজাজ ধরে রাখতে পারেননি তিনি। হাত দিয়ে ব্রাজিলিয়ান ডিফেন্ডারকে আঘাত করলে তাকে লাল কার্ড দেখান রেফারি। ১০ জনের ইন্টারকে পেয়ে ৭৯তম মিনিটে ব্যবধান বাড়ান আসেনসিও। দানি কারভাহালের পাস পেয়ে ডি-বক্স থেকে দারুণ এক শটে প্রতিপক্ষের জালে বল ভেড়ান স্প্যানিশ এই ফরোয়ার্ড। এ দুই গোলেও গ্রুপসেরা হয়ে নকআউট পর্ব নিশ্চিত করে কার্লো আনচেলত্তির শিষ্যরা।

পাঁচ জয়ে ১৫ পয়েন্ট নিয়ে গ্রুপের শীর্ষে রয়েছে রিয়াল। তিন জয় ও এক ড্রয়ে ১০ পয়েন্ট নিয়ে দুইয়ে অবস্থান ইন্টারের। গ্রুপের অন্য ম্যাচে শাখতার দোনেৎস্কের মাঠে ১-১ ড্র করেছে শেরিফ তিরাসপুল। ৭ পয়েন্ট নিয়ে তৃতীয় হয়ে ইউরোপা লিগে খেলবে শেরিফ।

বাংলাদেশ সময়: ১১২৬ ঘন্টা, ডিসেম্বর ০৮, ২০২১
আরইউ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।