ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

ফুটবল

সাফ অনূর্ধ্ব-১৯ নারী ফুটবল দলে সাতক্ষীরার প্রান্তি

ডিসট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৫৭ ঘণ্টা, ডিসেম্বর ১০, ২০২১
সাফ অনূর্ধ্ব-১৯ নারী ফুটবল দলে সাতক্ষীরার প্রান্তি

সাতক্ষীরা: সাফ অনূর্ধ্ব-১৯ নারী ফুটবল চ্যাম্পিয়নশিপ-২০২১ উপলক্ষে ২৩ সদস্যের বাংলাদেশ দল ঘোষণা করা হয়েছে।  দলে ডিফেন্ডার হিসেবে স্থান পেয়েছেন সাতক্ষীরার কৃতি সন্তান আফঈদা খন্দকার প্রান্তি।

গতকাল বৃহস্পতিবার বিকেলে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) ভবনে সংবাদ সম্মেলনের মাধ্যমে এই স্কোয়াড ঘোষণা করা হয়।

আগামী ১১-২২ ডিসেম্বর পর্যন্ত বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোস্তফা কামাল স্টেডিয়ামে সাফ অনূর্ধ্ব-১৯ নারী ফুটবল চ্যাম্পিয়নশিপ-২০২১ এর ম্যাচগুলো অনুষ্ঠিত হবে।

এবারের আসরে বাংলাদেশসহ মোট ৫টি দল অংশগ্রহণ করছে। দেশগুলো হলো- ভারত, নেপাল, ভুটান, শ্রীলঙ্কা ও স্বাগতিক বাংলাদেশ।  

আফঈদা খন্দকার প্রান্তি সাতক্ষীরা জেলা ক্রীড়া সংস্থার নির্বাহী সদস্য ও জেলা ফুটবল ফেডারেশনের সাধারণ সম্পাদক খন্দকার আরিফ হাসান প্রিন্স ও জেলা মহিলা ক্রীড়া সংস্থার নির্বাহী সদস্য মমতাজ খাতুন মিরা দম্পতির ছোট মেয়ে।

তাদের বড় মেয়ে আফরা খন্দকার প্রাপ্তিও সদ্য সমাপ্ত ৬ষ্ঠ সিনিয়র বক্সিং চ্যাম্পিয়নশীপে রৌপ্য পদক অর্জন করেছেন।

বাংলাদেশ সময়: ১৪৫৫ ঘণ্টা, ডিসেম্বর ১০, ২০২১
এমএইচএম 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।