ঢাকা, শুক্রবার, ১২ পৌষ ১৪৩১, ২৭ ডিসেম্বর ২০২৪, ২৪ জমাদিউস সানি ১৪৪৬

ফুটবল

করোনা হানায় স্থগিত লিভারপুল-লিডস ম্যাচ

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২০১ ঘণ্টা, ডিসেম্বর ২৪, ২০২১
করোনা হানায় স্থগিত লিভারপুল-লিডস ম্যাচ

দীর্ঘদিন ধরে করোনা ভাইরাসের প্রভাবে বন্ধ থাকা ফুটবল এ বছর আবারও মাঠে ফিরেছে। কিন্ত ওমিক্রন ভ্যারিয়েন্ট ছড়ানোর পর ফের স্থগিত হচ্ছে খেলাগুলো।

এবার প্রিমিয়ার লিগে একই কারণে স্থগিত হয়েছে লিভারপুল-লিডস ইউনাইটেড ম্যাচটি।

বৃহস্পতিবার (২৩ ডিসেম্বর) এক বিবৃতিতে বিষয়টি জানায় প্রিমিয়ার লিগ কর্তৃপক্ষ।

‘বক্সিং ডে’তে লিডসের বিপক্ষে মাঠে নামার কথা ছিল দারুণ ফর্মে থাকা লিভারপুলের। কিন্তু লিডসের দলে করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা বাড়ার কারণে ম্যাচটি স্থগিত করে প্রিমিয়ার লিগ কর্তৃপক্ষ। একই কারণে একইদিনে অনুষ্ঠিতব্য উলভারহ্যাম্পটন ওয়ানডারার্স ও ওয়াটফোর্ডের ম্যাচও স্থগিত করা হয়েছে।  

করোনা ভাইরাস প্রকোপে বার্নলি ও ক্রিস্টাল প্যালেসের বিপক্ষে ওয়াটফোর্ডের গত দুই রাউন্ডের ম্যাচও স্থগিত হয়ে যায়। করোনা ভাইরাসে জেরবার দলটির মাঠে নামানোর জন্য পর্যাপ্ত খেলোয়াড়ই এখন নেই। এদিকে লিডস জানিয়েছে, নতুন করে তাদের আরও পাঁচ জন কোভিড পজিটিভ হয়েছেন। কারও মধ্যে অবশ্য কোনো উপসর্গ দেখা যায়নি।

প্রিমিয়ার লিগের দলগুলোতে করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা বাড়ায় স্থগিত হওয়া ম্যাচের সংখ্যা বেড়ে হলো ১২টি।

বাংলাদেশ সময়: ১২০১ ঘণ্টা, ডিসেম্বর ২৪, ২০২১
আরইউ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।