ঢাকা, শুক্রবার, ১৮ পৌষ ১৪৩১, ০৩ জানুয়ারি ২০২৫, ০২ রজব ১৪৪৬

ফুটবল

নিউক্যাসলের মাঠে হোঁচট খেল রোনালদোর ইউনাইটেড

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৩৪ ঘণ্টা, ডিসেম্বর ২৮, ২০২১
নিউক্যাসলের মাঠে হোঁচট খেল রোনালদোর ইউনাইটেড

ইংলিশ প্রিমিয়ার লিগে পয়েন্ট টেবিলের ১৯তম স্থানে থাকা নিউক্যাসলের বিপক্ষে জিততে পারেনি ক্রিস্টিয়ানো রোনালদোর ম্যানচেস্টার ইউনাইটেড। হারতে বসা দলটিতে শেষদিকে এসে গোল করে রক্ষা করেন উরুগুইয়ান স্ট্রাইকার এদিনসন কাভানি।

সোমবার রাতের ম্যাচটিতে নিউক্যাসলের বিপক্ষে ১-১ গোলে ড্র করেছে ম্যানচেস্টার ইউনাইটেড। স্বাগতিকদের হয়ে গোল করেন আলাঁ সাঁ-মাক্সিমাঁ। রেড ডেভিলসদের হয়ে গোলটি আসে কাভানির পা থেকে।

নিজেদের মাঠে খেলতে নেমে সপ্তম মিনিটেই এগিয়ে যায় নিউক্যাসল। রাফায়েল ভারানের পা থেকে চিটকে আসা বল পেয়ে শন লংস্টাফ পাস করেন আলাঁ সাঁ-মাক্সিমাঁর কাছে। রেড ডেভিল ডিফেন্ডারদের বোকা বানিয়ে দারুণ এক শটে প্রতিপক্ষের জাল খুঁজে নেন ফরাসি এই ফরোয়ার্ড। সমতায় ফিরতে মরিয়া ম্যানইউ প্রথমার্ধে আর গোল পায়নি।

বিরতির পর খেলতে নেমে ফের গোল খেতে বসেছিল রালফ রাংনিকের দল। তবে গোলরক্ষকের প্রচেষ্টায় এবারের মতো রক্ষা পায় ম্যানইউ। আক্রমণ-পাল্টা আক্রমণে একসময় দলটিকে সমতায় ফেরান কাভানি। প্রথম শট প্রতিপক্ষের পায়ে লেগে ব্যর্থ হয়ে ফিরে এলে ফিরতি শটে সফল হন উরুগুইয়ান এই স্ট্রাইকার। তার গোলেই হার এড়িয়ে ড্র নিয়ে মাঠ ছাড়ে রেড ডেভিলসরা।

১৭ ম্যাচে ২৮ পয়েন্ট নিয়ে টেবিলের সাতে অবস্থান করছে ম্যানইউ। ১৯ ম্যাচে ১১ পয়েন্ট নিয়ে ১৯ নম্বরে নিউক্যাসল। ৪৭ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে ম্যানচেস্টার সিটি। ৪১ পয়েন্ট নিয়ে দুইয়ে লিভারপুল।  

বাংলাদেশ সময়: ১০৩৪ ঘণ্টা, ডিসেম্বর ২৮, ২০২১
আরইউ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।