ঢাকা, রবিবার, ২৫ কার্তিক ১৪৩১, ১০ নভেম্বর ২০২৪, ০৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

ফুটবল

ম্যানসিটি ছেড়ে বার্সায় তোরেস

স্পোর্টস ডেস্ক  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১০৮ ঘণ্টা, ডিসেম্বর ২৮, ২০২১
ম্যানসিটি ছেড়ে বার্সায় তোরেস

ম্যানচেস্টার সিটি ছেড়ে বার্সেলোনায় যোগ দিলেন ফেরান তোরেস। ২০২৭ সালের জুন পর্যন্ত এই চুক্তিতে বাইআউট ক্লজ ধরা হয়েছে এক বিলিয়ন বা ১০০ কোটি ইউরো।

২১ বছর বয়সী এই ফরোয়ার্ড ৬৫ মিলিয়ন ইউরোর বিনিময়ে বার্সার সঙ্গে চুক্তি করলেন। তবে এড-অনস হিসেবে আরও ৯.৯ মিলিয়ন ইউরো দিতে হবে এবং লা লিগার ফিনান্সিয়াল রেগুলেশন অনুযায়ী কয়েকজন খেলোয়াড়কে ছেড়ে দিতে হবে।

এর আগে গত অক্টোবরে আনসু ফাতি ও পেদ্রির সঙ্গে বার্সা চুক্তি নবায়ন করার সময়ও তাদের বাইআউট ক্লজ ১০০ কোটি ইউরো ধরা হয়েছিল।

২০২০ সালের অক্টোবরে ভ্যালেন্সিয়া থেকে সিটিতে যোগ দেওয়া স্পেন জাতীয় দলের তারকা তোরেস ৪৩ ম্যাচে ১৬টি গোল করেছেন।

বাংলাদেশ সময়: ২১০৮ ঘণ্টা, ডিসেম্বর ২৮, ২০২১
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।