ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

ফুটবল

এশিয়ান কাপ: বাছাইপর্বে 'ই' গ্রুপে জামাল ভূঁইয়ারা

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৫২ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৪, ২০২২
এশিয়ান কাপ: বাছাইপর্বে 'ই' গ্রুপে জামাল ভূঁইয়ারা

আসন্ন এশিয়ান কাপের বাছাইপর্বের ড্রয়ে গ্রুপ 'ই'-তে পড়েছে বাংলাদেশ। এই গ্রুপে জামাল ভূঁইয়াদের প্রতিপক্ষ মালয়েশিয়া, তুর্কমেনিস্তান এবং বাহরাইন।

আজ বৃহস্পতিবার দুপুরে মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে এই ড্র অনুষ্ঠিত হয়েছে। এই নিরপেক্ষ ভেন্যুতে গিয়েই খেলতে হবে বাংলাদেশকে।

রাউন্ড রবিন লিগ পদ্ধতিতে চলতি বছরের ৮ থেকে ১৪ জুন অনুষ্ঠিত হবে বাছাইপর্বের এই ম্যাচগুলো।

২০২৩ এশিয়ান কাপের মূল পর্বে অংশ নেবে ২৪টি দেশ। স্বাগতিক চীনসহ এরই মধ্যে ১৩ দেশ সরাসরি মূল পর্ব নিশ্চিত করেছে। বাছাইপর্ব থেকে মূল পর্বে জায়গা করে নেবে ১১টি দেশ। বাছাইপর্বের ছয় গ্রুপের সেরা ছয় দল এবং সেরা পাঁচ রানার্সআপ নিশ্চিত করবে মূল পর্ব।

আয়োজক দেশ চীনসহ সরাসরি মূলপর্বে সুযোগ পাওয়া ১২ দল হল- সিরিয়া, অস্ট্রেলিয়া, ইরান, সৌদি আরব, জাপান, দক্ষিণ কোরিয়া, সংযুক্ত আরব আমিরাত, ওমান, ইরাক, ভিয়েতনাম, লেবানন, কাতার।

বাছাইপর্বের ছয় গ্রুপ:

গ্রুপ এ: কুয়েত (স্বাগতিক), নেপাল, ইন্দোনেশিয়া, জর্ডান
গ্রুপ বি: মঙ্গোলিয়া (স্বাগতিক), ইয়ামেন, ফিলিপাইন, ফিলিস্তিন।  
গ্রুপ সি: উজবেকিস্তান (স্বাগতিক), শ্রীলঙ্কা, মালদ্বীপ, থাইল্যান্ড।  
গ্রুপ ডি: ভারত (স্বাগতিক), কম্বোডিয়া, আফগানিস্তান, হংকং।
গ্রুপ ই: মালয়েশিয়া (স্বাগতিক), বাংলাদেশ, তুর্কমেনিস্তান, বাহরাইন।
গ্রুপ এফ:  কিরগিজস্তান (স্বাগতিক), সিঙ্গাপুর, মায়ানমার, তাজিকিস্তান।

বাংলাদেশ সময়: ১৪৫২ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৪, ২০২২
এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।