ঢাকা, বুধবার, ১১ বৈশাখ ১৪৩১, ২৪ এপ্রিল ২০২৪, ১৪ শাওয়াল ১৪৪৫

ফুটবল

ফুটবল থেকে রাশিয়াকে নিষিদ্ধ করল ফিফা-উয়েফা

স্পোর্টস ডেস্ক  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮২৯ ঘণ্টা, মার্চ ১, ২০২২
ফুটবল থেকে রাশিয়াকে নিষিদ্ধ করল ফিফা-উয়েফা

রাশিয়া জাতীয় ফুটবল দল ও সেদেশের সকল ক্লাবকে নিষিদ্ধ করল ফিফা ও উয়েফা। আন্তর্জাতিক অলিম্পিক কমিটির ডাকে সাড়া দিয়ে এই সিদ্ধান্ত নেয় বিশ্ব ফুটবলের সর্বোচ্চ সংস্থা ও ইউরোপিয়ান ফুটবল সংস্থা।

মূল চলমান ইউক্রেনের ওপর আক্রমণের প্রেক্ষিতে এই সিদ্ধান্ত নিয়েছে সংস্থা দুটি। এর আগে আন্তর্জাতিক অলিম্পিক কমিটি (ওআইসি) সকল আন্তর্জাতিক ফেডারেশনকে রাশিয়া ও বেলারুশকে নিষিদ্ধ করার আহবান জানায়।

এর ফলে ফিফা থেকে নিষিদ্ধ হওয়ায় মার্চে হতে যাওয়া বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচ খেলতে পারছে না রাশিয়া পুরুষ জাতীয় ফুটবল দল।

এছাড়া গ্রীষ্মকালীন ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপে রাশিয়ার নারী দল অংশ নিতে পারবে না।

রুশ ক্লাব স্পার্তাক মস্কোকেও ইউরোপা লিগ থেকে নিষিদ্ধ ঘোষণা করেছে উয়েফা। সোমবার রাতে এক বিবৃতিতে ফিফা ও উয়েফা জানিয়েছে, 'ফুটবল সম্পূর্ণভাবে একতাবদ্ধ এবং ইউক্রেনের ক্ষতিগ্রস্ত সকল মানুষের সঙ্গে সম্পূর্ণ সংহতি প্রকাশ করছে।

বাংলাদেশ সময়: ০৮২৯ ঘণ্টা, মার্চ ০১, ২০২২
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।