ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

ফুটবল

মেসির উপস্থিতিতে উন্মোচিত হয়েছে বিশ্বকাপের বল

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৩০ ঘণ্টা, মার্চ ৩০, ২০২২
মেসির উপস্থিতিতে উন্মোচিত হয়েছে বিশ্বকাপের বল

অবশেষে আনুষ্ঠানিকভাবে উন্মোচিত হয়েছে কাতার বিশ্বকাপের বল। যার নাম দেওয়া হয়েছে ‘আল-রিহলা’।

আরবি ভাষায় যেটির অর্থ দাঁড়ায় ‘যাত্রা’। বলটি তৈরিতে ফুটে উঠেছে আয়োজক কাতারের সংস্কৃতি, স্থাপত্য, প্রতীকী নৌকা ও দেশের পতাকার রংয়ের মিশেল।

বিশ্বকাপের বল উন্মোচনের সময় উপস্থিত ছিলেন বিশ্বসেরা ফুটবলার লিওনেল মেসি। এছাড়া এশিয়ার সেরা ফুটবলার দক্ষিণ কোরিয়ার ফরোয়ার্ড সন হিউং মিনও উপস্থিত ছিলেন সেখানে। বুধবার (৩০ মার্চ) সামাজিক যোগাযোগমাধ্যমে বল উন্মোচনের ঘোষণা দেয় ফিফা।

বলটি প্রস্তুতকারী প্রতিষ্ঠান অ্যাডিডাস ও ফিফা। তারা দাবি করছে, এ যাবত পর্যন্ত বিশ্বকাপের সবচেয়ে বেশি গতিতে ছোটা বল এটি। বর্তমানে প্রচলিত গতিময় ফুটবলের সঙ্গে তাল মিলিয়ে এভাবে তৈরি করা হয়েছে বলটিকে।

বাংলাদেশ সময়: ১৯৩০ ঘণ্টা, মার্চ ৩০, ২০২২
আরইউ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।