ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

ফুটবল

কাতার বিশ্বকাপের প্রথম গান 'হায়া হায়া' (ভিডিও)

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৩০ ঘণ্টা, এপ্রিল ১, ২০২২
কাতার বিশ্বকাপের প্রথম গান 'হায়া হায়া' (ভিডিও)

আর মাত্র কয়েক ঘণ্টা পরই শুরু হবে ২০২২ কাতার বিশ্বকাপের ড্র। এর আগে বিশ্বকাপের অফিসিয়াল গান ‘হায়া হায়া' প্রকাশ করেছে ফিফা।

এই গানের মূল বার্তা হলো ‘বেটার টুগেদার'। অর্থাৎ সবাইকে এক হওয়ার বার্তা দিল বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা।

আজ শুক্রবার ফিফার অফিসিয়াল ওয়েবসাইটে গানটি প্রকাশ করা হয়েছে। গানে কণ্ঠ দিয়েছেন স্বাগতিক কাতারের গায়িকা আয়েশা, আফ্রিকার ডাভিডো ও আমেরিকান সঙ্গীত শিল্পী ত্রিনিদাদ কার্ডোনা।

চলতি বছরের নভেম্বরে মাঠে গড়াবে কাতার বিশ্বকাপ ফুটবলের এবারের আসর। বিশাল এই ফুটবলযজ্ঞ সামনে রেখে বেশকিছু গান প্রকাশ করবে ফিফা। যার প্রথমটি 'হায়া হায়া'।

শুক্রবার রাতে দোহায় বিশ্বকাপের ড্রয়ে প্রথমবারের মতো গানটি সরাসরি সম্প্রচার করা হবে।  

বাংলাদেশ সময়: ২০২৫ ঘণ্টা, এপ্রিল ০১, ২০২২
এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।