ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

ফুটবল

রিয়াল ফাইনালে খেলার যোগ্য নয়: স্মাইকেল

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৩৫ ঘণ্টা, মে ৬, ২০২২
রিয়াল ফাইনালে খেলার যোগ্য নয়: স্মাইকেল

চ্যাম্পিয়ন্স লিগে একের পর এক রোমাঞ্চ জাগিয়ে জিতেই চলেছে রিয়াল মাদ্রিদ। পিএসজি, চেলসির পর ম্যানচেস্টার সিটিকে শেষ মুহূর্তে গুঁড়িয়ে লিভারপুলের জন্য অপেক্ষা করছে দলটি।

এতকিছুর পরেও শেষ মুহূর্তে রিয়ালের অবিশ্বাস্য প্রত্যাবর্তন মেনে নিতে পারছেন না ম্যানচেস্টার ইউনাইটেডের সাবেক গোলরক্ষক পিটার স্মাইকেল। তিনি মনে করেন রিয়াল ফাইনালে খেলার যোগ্য নয়!

সেমিফাইনালে প্রথম লেগে পিছিয়ে থাকা রিয়াল ফিরতি লেগে ম্যানচেস্টার সিটির বিপক্ষে ৩-১ গোলে জিতে দুই লেগের অগ্রগামিতায় ৬-৫ ব্যবধানে ফাইনালে পা দিয়েছে। ফিরতি লেগে রিয়ালের দরকার ছিল দুই গোলের ব্যবধানে জয় কিন্তু এমন ম্যাচে প্রথম গোল পাওয়ার আগে একটিও অন টার্গেট শট নিতে পারেনি বেনজিমা-ভিনিসিয়ুসরা। যে কারনে রিয়ালের ফাইনালে খেলার অধিকার নেই বলছেন ম্যানচেস্টার ইউনাইটেডের সাবেক গোলকিপার পিটার স্মাইকেল।

সিবিএস স্পোর্টসকে দেওয়া এক সাক্ষাতকারে তিনি বলেন, 'রিয়ালের প্যারিসের ফাইনালে থাকার কোনো অধিকার নেই। সেমিফাইনালের দুই ম্যাচে তাদের পারফরম্যান্স ভাল ছিলনা। তাদের প্রথম সুযোগটি ছিল ৯০ মিনিটে যেটা প্রথম গোল, দ্বিতীয় গোলটি ছিল দ্বিতীয় সুযোগ এবং তৃতীয় গোলটি তৃতীয়বার তারা লক্ষ্যভেদ করেছিল। ’

স্মাইকেল আরও বলেন, 'পুরো ম্যাচই ম্যানচেস্টার সিটির নিয়ন্ত্রণে ছিল। কিন্তু আমরা এমন একটি মুহূর্ত নিয়ে কথা বলছিলাম। আমরা কথা বলেছি স্টেডিয়াম নিয়ে যেটা তাদের ১২তম খেলোয়াড় হিসেবে কিভাবে কাজ করে!'

এদিকে ম্যানচেস্টার ইউনাইটেডের আরেক সাবেক ফুটবলার রিও ফারদিনান্দ ঠিক তার উল্টো। তিনি রিয়াল ফুটবলারদের প্রশংসা করে বলেন, ‘রিয়ালের খেলোয়াড়দের নিয়ে আপনি কখনোই সন্দেহ করতে পারেননা। আমরা সব সময় বলি চ্যাম্পিয়নস লিগে অভিজ্ঞতা কাজে দেয় কিন্তু তাদের খেলোয়াড়দের মধ্যে জেতার ইচ্ছা দেখা গিয়েছে। রিয়ালের এই দলের বেশ কয়েকজন একাধিকবার চ্যাম্পিয়নস লিগ শিরোপা জিতেছে। ’

বাংলাদেশ সময়: ১৭৩৫ ঘণ্টা, মে ০৬, ২০২২
আরইউ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।