ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

ফুটবল

আগুয়েরোর ভাস্কর্য নিয়ে ক্রুসের রসিকতা

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৫১ ঘণ্টা, মে ১৪, ২০২২
আগুয়েরোর ভাস্কর্য নিয়ে ক্রুসের রসিকতা

ম্যানচেস্টার সিটির ৪৪ বছরের লিগ শিরোপার আক্ষেপ ঘুচিয়েছিলেন সার্জিও আগুয়েরো। তার ৯৪ মিনিটের গোলেই শিরোপা জয় করেছিল সিটি।

সেই গোলের একদশক পূর্তিতে ইতিহাদ স্টেডিয়ামের সামনে আগুয়েরের একটি ভাস্কর্য তৈরি করেছে সিটিজেনরা। সেই ভাস্কর্য উদ্বোধনের পর থেকেই তা আগুয়েরোর চাইতে রিয়াল মাদ্রিদের তারকা টনি ক্রুসের সঙ্গে বেশি মেলে বলে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে।

আর্জেন্টাইন তারকার ভাস্কর্যের পাশে টনি ক্রুসের ছবি দিয়ে নেটিজেনরা বিভিন্ন ধরনের পোষ্ট করেছে। ভাইরাল এইসব পোস্ট দৃষ্টিগোচর হয়েছে রিয়াল তারকারও। আগুয়েরের সেই ভাস্কর্য দেখে বিস্মিত হয়েছেন ক্রুসও। প্রথমে হয়তো নিজেও বোকা বনে গিয়েছেন।

সংবাদ মাধ্যম বিবিসি’র একজন রিপোর্টার আগুয়েরের ভাস্কর্যের ছবি টুইটারে পোস্ট করে লিখেছেন, ‘সার্জিও এখানে’।  ছবিতে ভাস্কর্যটি দেখে হয়তো নিজেও বিশ্বাস করতে পারেননি ক্রুস। তাইতো পোস্টটি শেয়ার করে ক্যাপশনে লিখেছেন, ‘নিশ্চিত?’

বাংলাদেশ সময়: ১০৫১ ঘণ্টা, ১৪ মে ২০২২

এআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।