ঢাকা, শুক্রবার, ৬ বৈশাখ ১৪৩১, ১৯ এপ্রিল ২০২৪, ০৯ শাওয়াল ১৪৪৫

ফুটবল

মেসি-নেইমারদের আরও সময় দিতে বললেন রোনালদিনহো

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৫১ ঘণ্টা, মে ১৪, ২০২২
মেসি-নেইমারদের আরও সময় দিতে বললেন রোনালদিনহো

দলে লিওনেল মেসি, নেইমার জুনিয়র, আনহেল দি মারিয়া এবং কিলিয়ান এমবাপ্পের মতো সুপারস্টার ফুটবলাররা আছেন। কিন্তু তা সত্ত্বেও চ্যাম্পিয়নস লিগের শিরোপা জয়ের স্বপ্ন এবারও অধরা রয়ে গেল পিএসজির।

বিষয়টি ফরাসি জায়ান্টদের সমর্থকরা কিছুতেই হজম করতে পারছেন না। এমনকি মাঠে মেসি-নেইমারদের দুয়ো দিতেও দেখা গেছে কয়েকবার।  

চ্যাম্পিয়নস লিগের কোয়ার্টার ফাইনালে উঠতে ব্যর্থ হওয়ায় পিএসজির স্কোয়াডে পরিবর্তন আনার দাবি জানাচ্ছেন পিএসজি সমর্থকরা। অনেকে মেসি, নেইমারের মতো অভিজ্ঞ খেলোয়াড়দের বিক্রি করে দেওয়ার দাবিও জানাচ্ছেন। কিন্তু ব্রাজিলিয়ান কিংবদন্তি রোনালদিনহোর প্রশ্ন, এত বড় বড় সুপারস্টারদের নিয়েও যদি খুশি না থাকে পিএসজি, তাহলে কাদের নিয়ে খুশি হবে? বরং তাদের আরও সময় দেওয়ার পক্ষে বিশ্বকাপজয়ী ব্রাজিলিয়ান ফরোয়ার্ড।

স্প্যানিশ সংবাদমাধ্যম 'আরএমসি'-কে দেওয়া এক সাক্ষাৎকারে রোনালদিনহো বলেন, 'আপনি সবকিছু পরিবর্তন করতে চান? আপনি আসলে কি পেতে চান? বিশ্বের সবচেয়ে বাজে খেলোয়াড়দের? (হাসি)। তাদের নতুন ধারার জীবনযাপনে অভ্যস্ত হওয়া এবং নতুন খেলার ধরনের জন্য খাপ খাওয়ানোর সময় দিতে হবে। বাকিটা ধীরে ধীরে আসতে থাকবে। সব ঠিকঠাক পেতে মানিয়ে নেওয়া জরুরি। '

এই মৌসুমের অধিকাংশ সময় নিষ্প্রভ ছিলেন নেইমার। ইনজুরি এর পেছনে বড় কারণ বলে মত রোনালদিনহোর, 'সে (নেইমার) বিশ্বের অন্যতম সেরা খেলোয়াড়। এ বছর সে বেশ কয়েকবার ইনজুরিতে পড়েছে। সে যদি শতভাগ ফিট থাকে, দলের জন্য সে তখন একজন বিশেষ খেলোয়াড়। নেইমার, দি মারিয়া, মেসি... একসঙ্গে সব খেলা খেলোয়াড়। আপনি যদি এটা নিয়ে খুশি না থাকেন, তাহলে কাদের সঙ্গে খেলবেন?'

চ্যাম্পিয়নস লিগের এবারের আসরের ফাইনালে উঠেছে লিভারপুল ও রিয়াল মাদ্রিদ। এই দুই দলের মধ্যে কোন দলকে সমর্থন করবেন সেকথাও জানিয়েছেন রোনালদিনহো, 'দুটিই বেশ ভালো দল। তাদের বেশ ভালো মানের খেলোয়াড় আছে। দুই দলের জন্যই শুভকামনা। তারা দারুণ খেলছে। কিন্তু আমি বার্সেলোনাকে পছন্দ করি, তাই আমি লিভারপুলের সঙ্গে আছি (হাসি)। '

গুঞ্জন শোনা যাচ্ছে, পিএসজি ছেড়ে এমবাপ্পে রিয়ালে পাড়ি জমাবেন। তবে এসব গুঞ্জনকে পাত্তা না দিয়ে ফরাসি ফরোয়ার্ডর ভালো ভবিষ্যতের প্রত্যাশা করলেন রোনালদিনহো, 'আমি তাকে (এমবাপ্পেকে) খুব পছন্দ করি। সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে তার সুখে থাকা। বাকিটা এমনিতেই আসবে। সে বিশ্বের সেরা খেলোয়াড় হবে। বাকিটা একান্তই তার নিজের সিদ্ধান্ত সে কোথায় খেলবে এবং কী করতে চায়। '

বাংলাদেশ সময়: ১৬৫০ ঘণ্টা, মে ১৪, ২০২২
এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।