সাউথ এশিয়ান ফুটবল ফেডারেশনের (সাফ) নির্বাচনী সাধারণ সভা (ইলেক্টিভ কংগ্রেস) আয়োজনের কথা ছিল আগামী ২৫ জুন। তবে এক সপ্তাহ পিছিয়ে ২ জুলাই নির্ধারণ করা হয়েছে ইলেক্টিভ কংগ্রেস।
ভারতের অনুরোধে এই সভা পেছানো হয়েছে বলে জনিয়েছেন সাফের সাধারণ সম্পাদক আনোয়ারুল হক হেলাল।
তিনি জানান, ভারত কংগ্রেস পেছানোর অনুরোধ করেছিল ফিফা অনূর্ধ্ব-১৭ নারী বিশ্বকাপের ড্র অনুষ্ঠানের কারণে। কারণ দেশটি এবারের অনূর্ধ্ব-১৭ নারী বিশ্বকাপের আয়োজক।
বিশ্বকাপের ড্র অনুষ্ঠান হবে ২৪ জুন সুইজারল্যান্ডের জুরিখে। অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশনের একাধিক কর্মকর্তা তখন জুরিখে থাকবেন। সেখান থেকে ফিরে ২৫ জুন ঢাকায় এসে কংগ্রেসে অংশ নেওয়া সম্ভব না। তাই দেশটির ফুটবল ফেডারেশন সাফকে কংগ্রেস পেছানোর অনুরোধ করেছিল।
জানা গেছে, সাফের নির্বাচনে সবাই বিনা প্রতিদ্বন্দ্বিতায় পাস করতে যাচ্ছেন। কারণ সভাপতি, দুই সহ-সভাপতি এবং দুইজন সদস্য নির্বাচনের জন্য একজন করে প্রতিদ্বন্দ্বিতা করছেন।
এবার নির্বাচনে চতুর্থবারের মতো সভাপতি হতে যাচ্ছেন বাংলাদেশের কাজী মো. সালাউদ্দিন। নির্ধারিত সময়ের মধ্যেই বাফুফের পক্ষ থেকে তার মনোনয়ানপত্র জমা দেওয়া হয়েছে।
সাফের নির্বাহী কমিটি ৭ সদস্যের। বাংলাদেশ সভাপতি এবং ভারত ও নেপাল সহ-সভাপতি পদে মনোয়ানপত্র জমা দিয়েছে। দুই সদস্য পদে মনোনয়নপত্র জমা দেওয়া হয়েছে শ্রীংলকা ও ভুটান থেকে। মালদ্বীপ থেকে কেউ আবেদন করেননি।
সাফের গঠণতন্ত্রে পরিবর্তন আনা হয়েছে। চার সদস্যের মধ্যে একজন নারী সদস্য অবশ্যই থাকতে হবে। এর মধ্যে একজন সদস্য হবেন যিনি এএফসির নির্বাহী কমিটিতে সাফের প্রতিনিধিত্ব করবেন।
আনোয়ারুল হক হেলাল বলেছেন,‘কোনো দেশ থেকে একাধিক ব্যক্তি সাফের নির্বাহী কমিটিতে থাকতে পারবেন না। সেই নিয়ম মোতাবেক বাংলাদেশ, ভারত, নেপাল, শ্রীলংকা ও ভুটানের কেউ নারী সদস্য পদের জন্য আবেদন করতে পারবেন না। এই পদের জন্য এখনো কেউ আবেদন করেননি। তাই নারী সদস্যের বিষয়ে কংগ্রেসেই সিদ্ধান্ত হবে। আর পাকিস্তান ফিফা কর্তৃক সাসপেন্ড থাকায় দেশটিকে অবজারভার হিসেবে কংগ্রেসে আমন্ত্রণ জানানো হয়েছে। ’
বাংলাদেশ সময়: ২১০৮ ঘণ্টা, জুন ০৪, ২০২২
এআর/এমএইচএম