ঢাকা, শুক্রবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

ফুটবল

আরও বেশি প্রতিযোগিতামূলক ম্যাচ চান বাংলাদেশের কোচ

সিনিয়র করেসপন্ডেন্ট, স্পোর্টস | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১২৮ ঘণ্টা, জুন ২৩, ২০২২
আরও বেশি প্রতিযোগিতামূলক ম্যাচ চান বাংলাদেশের কোচ ছবি: শোয়েব মিথুন

মালয়েশিয়ার বিপক্ষে ফিফা ফ্রেন্ডলি ম্যাচে আজ বৃহস্পতিবার (২৩ জুন) ৬-০ গোলের বড় জয় পেয়েছে বাংলাদেশ। মেয়েদের কঠোর পরিশ্রমের ফলেই এই জয় এসেছে বলে মনে করেন দলের কোচ গোলাম রব্বানী ছোটন।

ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে এসে মেয়েদের প্রশংসায় ভাসালেন বাংলাদেশের কোচ। তিনি বলেন, ‘আমরা সবসময়ই জয়ের জন্য খেলি। আমরা প্রত্যাশা করেছিলাম একটা প্রতিদ্বন্দ্বীতামূল ম্যাচ খেলবো। মেয়েরা নিজেদের সামর্থের জানান দিয়েছে। ’

আগের ভুলগুলো থেকে শিক্ষা নিয়েই এই ম্যাচে ভালো ফল এসেছে বলে জানান ছোটন, ‘আগের ম্যাচগুলোতে যখন ভুল হয়েছে তখন এটা নিয়ে কাজ করেছি। আমরা বিশ্বাস করি, ভুল কম হলেই ভাল করা সম্ভব। আমরা পরিকল্পনা অনুযায়ীই খেলেছি যার ফলে এই জয়। ’

ম্যাচে হাইলাইন ডিফেন্স এবং প্রেসিং ফুটবল খেলেছে বাংলাদেশ। এটা দলের পরিকল্পনাতেই ছিল বলে জানিয়েছেন ছোটন। তিনি বলেন, ‘আমরা শুরু থেকেই আক্রমনাত্মক খেলার পরিকল্পনা করেছিলাম। মাঠে আমরা আমাদের পরিকল্পনা বাস্তাবায়ন করতে পেরেছি। ’

২০১৭ সালে মালয়েশিয়ার কাছে ২-১ ব্যবধানে হেরেছিল বাংলাদেশ। সেই দল আর আজকের এই দলের মধ্যে অনেক পার্থক্য দেখছেন ছোটন। আগের চাইতে ফুটবলাররা আরও বেশি পরিণত হয়েছে বলে জানিয়েছেন তিনি, ‘পার্থক্য ওই দলের সব খেলোয়াড় নতুন ছিল, বয়স কম ছিল। স্বপ্না সে ম্যাচেই ভাল খেলেছিল কিন্তু গোল পায়নি (আজকের ম্যাচে ভাল খেলে গোল পেয়েছে)। গত কয়েক বছরে এত এত ম্যাচ খেলায় মেয়েরা অভিজ্ঞতা বাড়িয়েছে, তাদের বয়স বেড়েছে এবং মেয়েরা এখন আরও পরিণত। ’

বাংলাদেশ সময়: ২১২৭ ঘণ্টা, জুন ২৩, ২০২২
এআর/আরইউ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।