আজ জিতলেই চ্যাম্পিয়ন; গড়বে ইতিহাসও। প্রিমিয়ার লিগে অভিষেকেই হ্যাটট্রিক শিরোপা জেতা প্রথম ক্লাব হিসেবে নাম লেখাতে চলেছে বসুন্ধরা কিংস।
ঢাকার বাইরে খেলা হলেও বসুন্ধরার অনেক সমর্থক দেখা যাচ্ছে স্টেডিয়ামে। বাদ্যযন্ত্রও সাথে আছে তাদের। আজ শিরোপা নিশ্চিত হওয়ার সম্ভাবনা থাকায় অন্য ম্যাচগুলোর তুলনায় সমর্থক ও বাদ্যযন্ত্র একটু বেশি। ম্যাচ শুরুর ঘন্টা খানেক আগে ব্যান্ড পার্টি স্টেডিয়াম এলাকা মাতিয়ে তুলেছে। বসুন্ধরা কিংসের লাল জার্সি পরে অনেকেই এসেছেন দলে দলে।
প্রথমার্ধের খেলায় দুই দলই খেলেছে আগ্রাসী ফুটবল। এর মধ্যে বেশ কয়েকবার বাক-বিতণ্ডায় জড়িয়ে পড়ে দুই দলের খেলোয়ড়রা। প্রথমার্ধের খেলায় ফাউলের পসরা সাজিয়ে বসেছিলেন তারা। ম্যাচের ২৮তম মিনিটে মিগেল দামাসেনার পাস থেকে ডান পায়ের শটে গোল করেন মতিন মিয়া। এরপর ৩৭তম মিনিটে দুইটি হলুদ কার্ড দেখে মাঠ ছাড়তে হয় কিংসের ডিফেন্ডার ইয়াসিন আরাফাতকে।
আজকের ম্যাচ ড্র হলে বসুন্ধরা কিংসের শিরোপা অবশ্য হাতছাড়া হবে না। পরের দুই ম্যাচ হারলেও সমীকরণ একই থাকবে। সেক্ষেত্রে আবাহনী পরের তিন ম্যাচ জিতলে দুই দলের সমান পয়েন্ট হবে। তখন প্লে অফে শিরোপা নির্ধারণ হবে।
এদিকে আজ চ্যাম্পিয়ন হলেও কিংস শিরোপার মূল উৎসব করতে চায় পরের ম্যাচে; কিংস অ্যারেনায়।
বাংলাদেশ সময়: ১৭০৮ ঘণ্টা, জুলাই ১৮, ২০২২
এআর/আরইউ