পুরো টুর্নামেন্টজুড়ে ছিল অপরাজিত। ফাইনালে প্রতিপক্ষ হিসেবে পেল জাপানকে।
সোমবার (২৯ আগস্ট) সকালে কোস্টারিকার জাতীয় স্টেডিয়ামে বিশ্বকাপের ফাইনাল ম্যাচে জাপান অনূর্ধ্ব-২০ নারী দলকে ৩-১ ব্যবধানে হরায় স্পেনের মেয়েরা। একই দিনে তৃতীয়স্থান নির্ধারণী ম্যাচে নেদারল্যান্ডসের মেয়েদের ৪-১ গোলে বিধ্বস্ত করে ব্রাজিল।
ম্যাচের দ্বাদশ মিনিটে স্পেনকে এগিয়ে নিয়ে যান টুর্নামেন্টের সর্বোচ্চ গোলদাতা ইমা গাবারো। দশ মিনিট পরেই ব্যবধান দ্বিগুণ করেন সালমা সেলেস্তে পারালুয়েলো। ঠিক পাঁচ মিনিট পর জাপানের জালে আরও একটি গোল ঠুকে দেয় স্প্যানিশ মেয়েরা। পেনাল্টি থেকে এবারের গোলও আসে সালমার পা থেকে। বিরতির পর অবশ্য ৪৭তম মিনিটে জাপানের হয়ে গোল করেন সুজু আমানো। তবে তা শুধু ব্যবধানই কমায়।
অপরদিকে একই স্টেডিয়ামে তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে বল দখলে এগিয়ে থাকলেও ব্রাজিলের বিপক্ষে ম্যাচ জিততে পারেনি নেদারল্যান্ডস। প্রথমার্ধের নবম মিনিটেই সেলেসাওদের এগিয়ে নিয়ে যান আনা ক্লারা কোনসানি। ২১তম মিনিটে ডাচদের সমতায় ফেরায় ফন গোল। তবে দ্বিতীয়ার্ধে গিয়ে নিজেদের সামর্থ দেখায় ব্রাজিল। ৫৯তম মিনিটে শুরুটা করেন সান্দোস দা লিমা। ২০ মিনিট পর পেনাল্টি থেকে আরও একটি গোল করেন তিনি। ৮৯তম মিনিটে শেষ পেরেক ঠুকে দেন ফার্নান্দেস।
বাংলাদেশ সময়: ১২৫৪ ঘণ্টা, আগস্ট ২৯, ২০২২
আরইউ