গত মৌসুমের ব্যর্থতা ভুলে ঘুরে দাঁড়াতে মরিয়া ম্যানচেস্টার ইউনাইটেড। এজন্য নতুন কোচ এরিক টেন হাগকে দল সাজানোর সব ক্ষমতা দিয়েছে তারা।
ব্রিটিশ সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, আয়াক্সের তরুণ ব্রাজিলিয়ান উইঙ্গারকে আনতে ৯৫ মিলিয়ন ইউরো খরচ করছে ইউনাইটেড। সেই সঙ্গে ৫ মিলিয়ন ইউরো থাকছে বোনাস হিসেবে। ২২ বছর বয়সী অ্যান্তনি যুক্তরাজ্যের ভিসা পেলেই উড়াল দেবেন ম্যানচেস্টারের উদ্দেশে। এরপর স্বাস্থ্য পরীক্ষা শেষে হবে চুক্তি স্বাক্ষর।
চুক্তি সম্পন্ন হলে অ্যান্তনি হবেন যৌথভাবে ইউনাইটেডের দ্বিতীয় দামি খেলোয়াড়। এর আগে সমান অর্থ খরচ করে ডিফেন্ডার হ্যারি ম্যাগুইরকে কিনেছিল তারা। আর ১০৫ মিলিয়ন ইউরো খরচ করে কেনা পল পগবা আছেন শীর্ষে। যদিও ফরাসি মিডফিল্ডার এখন খেলেন জুভেন্টাসে। তাছাড়া ম্যাগুইর ও পগবার সাইনিং ইউনাইটেডের জন্য ফলপ্রসূ প্রমাণিত হয়নি।
নেদারল্যান্ডসের শীর্ষ ক্লাব আয়াক্সের জার্সিতে ৮২ ম্যাচে ২৫ গোলের পাশাপাশি ২২টি অ্যাসিস্ট আছে অ্যান্তনির নামের পাশে। ২০২০ সালে ব্রাজিলের ক্লাব সাও পাওলো থেকে ডাচ জায়ান্টদের দলে যোগ দেওয়ার পর তখনকার কোচ টেন হাগের অধীনে খেলেছেন তিনি। ফলে ইউনাইটেডের বর্তমান কোচের সঙ্গে তার সম্পর্ক বেশ পুরনো।
ব্রাজিলের জার্সিতে ২০২১ সালের অক্টোবরে অভিষেক হয়েছে অ্যান্তনির। তিতের দলে ৯ ম্যাচে জায়গা হয়েছে তার; করেছেন ২টি গোল।
চ্যাম্পিয়ন্স লিগে আয়াক্সের জার্সিতে ১১ ম্যাচে ৭ গোল করেছেন অ্যান্তনি।
প্রিমিয়ার লিগের ইতিহাসে সবচেয়ে দামি খেলোয়াড়দের মধ্যে যৌথভাবে চতুর্থ স্থানে জায়গা করে নিচ্ছেন অ্যান্তনি। তারা চেয়ে বেশি দামে পগবাকে ইউনাইটেড, রোমেলু লুকাকুকে চেলসি ও জ্যাক গ্রিয়ালিশকে ম্যানচেস্টার সিটি দলে ভিড়িয়েছিল।
এই গ্রীষ্মের দলবদলে এখন পর্যন্ত ৫ জনকে দলে ভেড়াল ইউনাইটেড। এর আগে আয়াক্স থেকে ডিফেন্ডার লিসান্দ্রো মার্তিনেস, রিয়াল মাদ্রিদ থেকে মিডফিল্ডার কাসেমিরো, ফেইনুর্ড থেকে ফুল-ব্যাক টাইরেল ম্যালাসিয়া এবং ফ্রি ট্রান্সফারে প্লে-মেকার ক্রিস্টিয়ান এরিকসেনকে দলে ভিড়িয়েছে তারা।
তবে এখনও ক্রিস্টিয়ানো রোনালদোর ভবিষ্যৎ অনিশ্চিত রয়ে গেছে। পর্তুগিজ উইঙ্গার ক্লাব ওল্ড ট্রাফোর্ড ছাড়তে আগ্রহী হলেও এখন পর্যন্ত বলার মতো কোনো প্রস্তাব পাননি। অ্যান্তনি এসে পড়লে রোনালদোর জায়গা নিয়েও টানাটানি পড়ে যেতে পারে।
বাংলাদেশ সময়: ১৭২৬ ঘণ্টা, আগস্ট ২৯, ২০২২
এমএইচএম