ঢাকা, শনিবার, ১৭ কার্তিক ১৪৩১, ০২ নভেম্বর ২০২৪, ০০ জমাদিউল আউয়াল ১৪৪৬

ফুটবল

বিমানবাহিনী থেকে অব্যাহতি নয়, ছুটি পেলেন সুমন রেজা

সিনিয়র করেসপন্ডেন্ট, স্পোর্টস | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৪০ ঘণ্টা, আগস্ট ৩১, ২০২২
বিমানবাহিনী থেকে অব্যাহতি নয়, ছুটি পেলেন সুমন রেজা

বাংলাদেশ ফুটবল দলে ডাক পাওয়ার পর ছুটি না পেয়ে বিমান বাহিনীর চাকরিতে ইস্তফা দিয়েছিলেন জাতীয় দলের ফরোয়ার্ড সুমন রেজা। কিন্তু তার ইস্তফাপত্র গ্রহণ না করে ছুটি দেওয়া হয়েছে।

একইসঙ্গে তাকে জাতীয় দলের খেলা চালিয়ে যেতে বলেছে বিমান বাহিনী।

বিমান বাহিনী ক্রীড়া নিয়ন্ত্রণ বোর্ডের সচিব উইং কমান্ডার মো. মইনুল আলম স্বাক্ষরিত চিঠিতে বলা হয়েছে, বাংলাদেশ ফুটবল ফেডারেশনের ‘চাহিদার পরিপ্রেক্ষিতে বাংলাদেশ বিমান বাহিনীর ফুটবল খেলোয়াড় সৈনিক সুমন রেজাকে আন্তর্জাতিক প্রীতি ম্যাচগুলোতে অংশগ্রহণের জন্য আয়োজিত প্রশিক্ষণ ক্যাম্পে যোগদানে ছাড়পত্র প্রদান করা হলো। ’

চিঠি পাওয়ার বিষয়টি বাংলানিউজকে নিশ্চিত করেছেন বাংলাদেশ বাংলাদেশ ফুটবল দলের ম্যানেজার ইকবাল হোসেন। তিনি বলেন, ‘বিমান বাহিনী থেকে সুমনকে ছুটি দেওয়া হয়েছে। এই বিষয়ে তারা বাফুফেকে চিঠি দিয়েছে। ’

এই বিষয়ে বাংলানিউজটোয়েন্টিফোরকে সুমন রেজা বলেন, ‘বেশ কিছুদিন মানসিক ভাবে ভালো যাচ্ছিল না। দুই দিক মিলিয়ে অস্বস্তিতে ছিলাম। এখন ভালো লাগছে। চাপ মুক্ত লাগছে। বিমান বাহিনীকে তাদের এই সিদ্ধান্তের জন্য ধন্যবাদ জানাই। ’

গত লিগে কিংসের হয়ে চার গোল করা সুমন জাতীয় দলেও বর্তমানে নির্ভরযোগ্য ফরোয়ার্ডদের একজন। এর আগেও তিনি জাতীয় দলের প্রয়োজনে ছুটি পেয়েছেন বিমানবাহিনী থেকে। কিন্তু এবার আন্তঃবাহিনীর খেলা থাকায় সংস্থাটি শুরুর দিকে তাকে ছাড়তে চায়নি। সেই থেকে টানাপোড়েন শুরু হয় সুমনের মধ্যেও। শেষ পর্যন্ত বিমান বাহিনীর চাকরি ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন তিনি।  

বাংলাদেশ সময়: ১২৩৬ ঘণ্টা, আগস্ট ৩১, ২০২২
এআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।