এবারের গ্রীষ্মকালীন দলবদলে আরও একজন ফুটবলারের সঙ্গে চুক্তি করলো প্যারিস সেইন্ট জার্মেই (পিএসজি)। সর্বশেষ নাপোলি থেকে ফাবিয়ান রুইসকে দলে ভেড়াল তারা।
মঙ্গলবার (৩০ আগস্ট) নিজেদের ওয়েবসাইটে দেওয়া এক বিবৃতিতে রুইসকে দলে ভেড়ানোর কথা জানায় পিএসজি। পাঁচ বছরের চুক্তিতে ফরাসি জায়ান্টদের সঙ্গে থাকছেন স্প্যানিশ এই মিডফিল্ডার। ফরাসি গণমাধ্যমগুলো বলছে, তাকে দলে ভেড়াতে পিএসজিকে খরচ করতে হয়েছে ১৫ লাখ ইউরো। যদিও অফিশিয়ালি এখনও এই ব্যাপারে কিছু জানানো হয়নি।
নাপোলির হয়ে গত মৌসুমে সব প্রতিযোগীতা মিলিয়ে সাতটি গোল করেন রুইস। সতীর্থদের দিয়ে করান পাঁচটি গোল।
রুইসের আগে পিএসজি আরও পাঁচজন ফুটবলারকে দলে টানে। দুই মিডফিল্ডার ভিতিনিয়া ও রেনাতো সানচেস দিয়ে শুরুটা হয়। এরপর ডিফেন্ডার নুনো মেন্দিস ও নর্দি মুকিয়েলে এবং ফরোয়ার্ড উগো একিতিকে দলে ভেড়ায় ক্লাবটি।
বাংলাদেশ সময়: ১৫২৮ ঘণ্টা, আগস্ট ৩১, ২০২২
আরইউ