আগামী ৫ সেপ্টেম্বর থেকে শুরু করে ১৪ সেপ্টেম্বর পর্যন্ত সাফ অনূর্ধ্ব-১৭ চ্যাম্পিয়নশিপে খেলবে বাংলাদেশ দল। এসময় চলবে মাধ্যমিক পরীক্ষাও।
ইতোমধ্যে দলের আট জন খেলোয়াড় এবারের মাধ্যমিক পরীক্ষায় অংশ গ্রহন করবেন না বলে সিদ্ধান্ত নিয়েছেন। এমনটাই জানিয়েছেন অনূর্ধ্ব-১৭ দলের অধিনায়ক ইমরান খান।
বিকেএসপির ছাত্র ইমরান নিজেও এবার মাধ্যমিক পরীক্ষার্থী। সাফ খেলার জন্য তিনিও এবার পরীক্ষায় অংশগ্রহন করছেন না বলে জানিয়েছেন। ফুটবলেই নিজেদের ভবিষ্যত দেখেন এই তরুন ফুটবলাররা। তবে লেখাপাড়াটাও জরুরি বলে মনে করেন ইমরান। তিনি বলেন, ‘আসলে ফুটবল আমাদের স্বপ্ন। আমরা জাতীয় দলের হয়ে খেলতে চাই। দীর্ঘ সময় অনুশীলন করে আমরা নিজেদের তৈরি করেছি। এখন সামনে নিজেদের প্রমান করার সুযোগ এসেছে। আমরা এটা কাজে লাগাতে চাই। ’
এই বছর পরীক্ষা দিতে না পারলেও আগামী বছর দেবেন জানিয়ে ইমরান বলেন, ‘লেখাপড়াটাও জরুরী। এই বছর এসএসসি পরীক্ষা দিতে পারছি না। আগামী বছর পরীক্ষা দিব। এই বছর শুধু ফুটবলটাই খেলতে চাই। ’
এমন সিদ্ধান্তের কারণে কোনো বাধা এসেছে কিনা এমন প্রশ্নের জবাবে ইমরান বলেন, ‘বাধা তো এসেছেই। সবাই বলেছে এমন সিদ্ধান্ত কেন নিচ্ছো। তবে আমি এখানে ভালো কিছু করতে পারলে সামনে অনূর্ধ্ব-২০ দলে সুযোগ পাবো। এরপর জাতীয় দল। আমার লক্ষ্য জাতীয় দলের হয়ে খেলা। এজন্যই আমি ফুটবলটাকে এগিয়ে রাখছি। ’
ইমরানের সঙ্গে এবার এএসসি পরীক্ষায় অংশ গ্রহন করছেন না অমিত (রাজশাহী), মিরাজ, পারভেজ, রুবেল, সোহান, সজল (কুমিল্লা)। অমিত এবং সজল ছাড়া বাকিরা বিকেএসপির ছাত্র।
বাংলাদেশ সময়: ১৮১৪ ঘণ্টা, আগস্ট ৩১, ২০২২
এআর/আরইউ