সাফ নারী চ্যাম্পিয়নশিপ খেলতে আজ নেপালে পৌঁছেছে বাংলাদেশ নারী ফুটবল দল। বর্তমানে টিম হোটেলে অবস্থান করছেন তারা।
আগামী ৬ থেকে ১৯ সেপ্টেম্বর পর্যন্ত নেপালের কাঠমান্ডুতে হবে নারী সাফ চ্যাম্পিয়নশিপ। সেই টুর্নামেন্টে অংশ নিতে শনিবার সকালে দেশ ছেড়েছে বাংলাদেশ দল।
নেপালে সাপ চ্যাম্পিয়নশিপ আয়োজনের আগে বাংলাদেশের জন্য দুটি প্রীতি ম্যাচ আয়োজনের চেষ্টা করেছিল বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। তবে তারা তা আয়োজন করতে পারেনি। তবে দীর্ঘদিন অনুশীলন করেই সাফের জন্য নিজেদের প্রস্তুত করে গেছেন সাবিনা-আঁখিরা।
এবারের সাফে অংশ নিচ্ছে সাতটি দেশ। 'এ' গ্রুপে বাংলাদেশের মেয়েরা খেলবে ভারত, মালদ্বীপ ও পাকিস্তানের বিপক্ষে। 'বি' গ্রুপে আছে নেপাল, শ্রীলঙ্কা ও ভুটান। দুই গ্রুপের শীর্ষ চার দল লড়বে সেমিফাইনালে।
নারী সাফের পাঁচ আসরেই চ্যাম্পিয়ন হয়েছে ভারত। ২০১৬ সালে একবারই ফাইনাল খেলেছিল বাংলাদেশের মেয়েরা; কিন্তু ভারতের কাছে হেরে শিরোপা স্বপ্ন ভঙ্গ হয়েছিল সাবিনাদের। সবশেষ ২০১৯ সাফ চ্যাম্পিয়নশিপের ১৫ ফুটবলার আছেন এবারের স্কোয়াডে।
বাংলাদেশ সময়: ১৭২৫ ঘণ্টা, সেপ্টেম্বর ০৩, ২০২২
এআর/এমএইচএম